বিনোদন প্রতিবেদক:
রায়হান রাফীর ‘পোড়ামন ২’ সিনেমা দিয়ে আলোচনায় আসেন পূজা চেরী। এবার রাফীর ‘ব্ল্যাক মানি’ দিয়ে ওয়েব সিরিজে অভিষেক হলো তাঁর। বঙ্গতে মুক্তি পাওয়া সিরিজটিতে পূজার অভিনয় নিয়ে বিস্তর চর্চা চলছে অন্তর্জালে। ‘ব্ল্যাক মানি’ পূজা চেরীর যেমন প্রথম সিরিজ, তেমনি রায়হান রাফীর প্রথম ওয়েব সিরিজ। প্রথম সিরিজটিতে পূজার দিকে চোখ ছিল অনেকের। উঠতি নায়িকা ‘শায়লা’ চরিত্রে আবেদনময়ী রূপে দেখা গেছে তাঁকে। পূজা জানালেন, এই সিরিজ নিয়ে এখনো ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছেন তিনি। জানালেন এমন চরিত্র এবারই প্রথম করলেন। তাই শুরুর দিকে চিন্তিত ছিলেন। কিন্তু এখন তাঁর মনে হচ্ছে, পরিচালকের উৎসাহে উতরে যেতে পেরেছেন। তিনি বললেন, ‘সিরিজটি মুক্তির পর থেকেই ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। কেউ ভিন্নমতও পোষণ করেছেন। সবার কাছ থেকে পাওয়া ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই। তবে বেশির ভাগই আমার অভিনীত চরিত্রটির প্রশংসা করছেন। এটা নিয়েই দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। এই চরিত্র যে আমাকে মানাবে, তা ভাবতে পারিনি। পরিচালক নিশ্চিত ছিলেন, তাই আমার কথা ভেবেছেন। আমিও চেষ্টা করেছি পরিচালকের নির্দেশনা মেনে কাজ করে যেতে।’ গলুই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করার সময় পূজার প্রেমের গুঞ্জন চাউর হয়। ইদানীং শাকিব খানের ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিভিন্ন আয়োজনে পূজার সরব উপস্থিতিতে এই গুঞ্জন আরও মাথাচাড়া দিয়েছে। শাকিবের ‘দরদ’ সিনেমার বিশেষ প্রদর্শনীতেও দেখা গেছে পূজাকে। সব মিলিয়ে শাকিবের সঙ্গে পূজা এখন আরও বেশি চর্চিত। তবে শাকিবের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা শুনলে পূজার নাকি হাসি পায়। তিনি বললেন,‘শাকিব ভাই এত সিনিয়র একজন ব্যক্তিত্ব, তাঁর সঙ্গে প্রেম! এটা যাঁরা বলেন, তাঁদের নিজেদের লজ্জা থাকা উচিত। আমরা যারা কাজ করি, হোক তা সিনিয়র কিংবা জুনিয়র—আমাদের মধ্যে কিন্তু একটা দারুণ বন্ধুত্ব তৈরি হয়। যদি শাকিব ভাইয়ের কথা বলি বা সিয়াম, রোশান, এ বি এম সুমন; যাদের কথাই বলি না কেন, সবার সঙ্গে আমার কাজ হয়েছে। প্রত্যেকেই কাজের জায়গা থেকে আমার ভালো বন্ধু। শাকিব ভাইয়ের সঙ্গে এটা তো জীবনেও আসবে না। তাঁকে ভীষণ শ্রদ্ধা করি।’ পূজা জানালেন, শুটিং শেষ হওয়া তাঁর বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। নতুন আরও কয়েকটি প্রকল্প নিয়ে আলাপ চলছে। তবে কেবল সংখ্যায় নয়, মানসম্পন্ন কাজের সংখ্যা বাড়াতে চান তিনি।
Leave a Reply