কবিরহাট প্রতিনিধি – সাইফুল ইসলাম:
নোয়াখালীর কবিরহাটে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদযাপন নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়াম হলে আইনশৃঙ্খলা বিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি)সানজিয়া ইসলাম জুইন সভার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিরহাট পৌরসভার বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, উপজেলা জামায়েত ইসলামী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ ইয়াছিন, পৌরসভার বিএনপির সদস্য সচিব বেলায়েত হোসেন খোকন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শ্যামল কুমার দেবনাথ, কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিন মিয়া, উপজেলা পূজা উদযাপন ফান্ডের আহ্বায়ক শ্যামল বরন মজুমদার, নোয়াখালী জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক প্রতাপ লাল ভৌমিক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদোষ পালসহ বিভিন্ন ইউনিয়ন পূজা উদযাপন কমিটির প্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
Leave a Reply