হাবিবুল্লাহ বাহার, শ্যামনগর প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগরে সু্ইডিশ দূতাবাস এর অর্থায়নে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) কর্তৃক বাস্তবায়নাধীন, বায়োডাইভার্সিটি ফর রেসিলিয়েন্ট লাইভলিহুডস (বিফোরআরএল) প্রকল্পের মাধ্যমে উপজেলায় আটুলিয়া ইউনিয়নে সোয়ালিয়া খাল পুনঃখনন এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৮ই মার্চ) দুপুর ১টায় পবিত্র কুরআন তেলওয়াত ও গীতা পাঠের পরে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সিএনআরএস এর ফিল্ড ম্যানেজার স্বরন কুমার চৌহান।
সহকারী শিক্ষক এম. মঈনুল ইসলামের সঞ্চালনায় ও ১০ নং আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন এনজিও সমন্বয় পরিষদের সভাপতি ও সিডিও এর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান। এছাড়াও বক্তব্য প্রদান করেন স্থানীয় ইউপি সদসবৃন্দসহ সংশ্লিষ্ট এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন বলেন,উপকূলীয় লবণাক্ত এলাকায় এধরনের কার্যক্রম বাস্তবায়নের জন্য সিএনআরএস ও স্ইুডিশ দূতাবাস এর প্রশংসা করেন। এছাড়া লিজ দেওয়া খালগুলো খুব দ্রুত অবমুক্ত করা হবে বল আশ্বাস প্রদান করেন তিনি। জনস্বার্থে সংশ্লিষ্ট আরও ২ টি খাল পুনঃখননের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য অনুরোধ করেন।
পাশাপাশি এধরনের কার্যক্রমে তাদের সহযোগীতা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।
শুভেচ্ছা বক্তব্যে স্বরন কুমার চৌহান বলেন,উপকূলীয় অঞ্চলে খাল পুন:খনন এর মাধ্যমে বৃষ্টির পানি সংরক্ষণ, এলাকার জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ, এক ফসলি জমি থেকে দুই বা ততোধিক ফসলে রুপান্তর, ফসলের উৎপাদন বৃদ্ধি, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা সমস্যা নিরসনের পাশাপাশি এলাকার মানুষের বিশেষ করে কৃষক ও মৎসজীবিদের জীবিকায়নে ইতিবাচক পরিবর্তন হবে। সিএনআরএস এর বিভিন্ন প্রকল্পের আওতায় শ্যামনগর উপজেলার খাল খননে উপযোগী অন্যান্য ইউনিয়নগুলোতেও খাল পুনঃখনন কার্যক্রম সম্প্রসারন হবে বলে জানান তিনি।
Leave a Reply