সাতকানিয়া প্রতিনিধিঃ
চট্টগ্রামঃ সাতকানিয়ায় বিভিন্ন এলাকায় অবৈধ বালু উত্তোলন ও কৃষি জমির টপসয়েল রক্ষায় উপজেলা প্রশাসনের কঠোর অবস্থানের পরও থেমে নেই অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার সিন্ডিকেটের সদস্যরা। সাতকানিয়া উপজেলার আমিলাইষ ১ নং ওয়ার্ডে সাংগু নদীর পাড়ে অবৈধভাবে বালু উত্তোলন এর তথ্যের ভিত্তিতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনার সময় সরকারি কাজে বাধা দেয়ার অপরাধে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশন ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।
শুক্রবার(১৭ জানুয়ারি) সন্ধ্যা ৬ টায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশন ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম। আমিলাইষ ১ নং ওয়ার্ডে সাংগু নদীর পাড়ে অবৈধভাবে বালু উত্তোলন এর তথ্যের ভিত্তিতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হলে নদীর পারে ড্রেজার মেশিন হতে একজনকে জিজ্ঞাসাবাদকালে আক্রমণাত্মক ভাবে সরকারী কাজে বাধা প্রদান করা হয়। এসময় নদীর পারে থাকা মো: সবুজের সহযোগী ১০-১৫ জন বালু উত্তোল সিন্ডিকেটের সদস্যরা সহকারী কমিশনার (ভূমি) সহ বোটে থাকা আনসার, পুলিশ, উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দের উপর ইট, পাথর সহ আক্রমণ করতে উদ্যত হয়। এ সময় নিরাপদ স্থানে বোটটিকে সরিয়ে আনা হয়। ড্রেজারে অবস্থানরত চর ফ্যাশন, ভোলার কবির মাঝির ছেলে মো: সবুজকে সরকারি কাজে বাধা দেয়ার অপরাধে বাংলাদেশ দন্ডবিধি,১৮৬০ এর ১৮৬ ধারায় ১(এক) মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশন ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।
সহকারী কমিশন ভূমি(এসি ল্যান্ড) ফারিস্তা করিম বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এধরণের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন সাতকানিয়া মডেল থানার পুলিশ সদস্যবৃন্দ, আনসার সদস্যবৃন্দ ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ সার্বিক সহযোগিতা করেন।
Leave a Reply