হাবিবুর রহমান রনি, স্টাফ রিপোর্টার:
নোয়াখালীর সুবর্ণচরে ডেসটিনি কলেজের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট এনামুল হকের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০ টা থেকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে অবস্থিত ডেসটিনি কলেজ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে উক্ত কলেজ কর্তৃপক্ষ। অনুষ্ঠানের পূর্বে কলেজ ক্যাম্পাসের নিকটেই অবস্থিত মরহুম অ্যাডভোকেট এনামুল হক কবর জিয়ারত করা হয়।
অনুষ্ঠানে ডেসটিনি কলেজের প্রভাষক মো. আলা উদ্দিন এম.এস.সি’র সঞ্চালনায় এবং কলেজের অধ্যক্ষ কেশব চন্দ্র দেবনাথের সভাপতিত্বে মিলাদ অনুষ্ঠান পরিচালনা করেন ডেসটিনি কলেজের প্রভাষক এম.এ মোতালেব এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চরক্লার্ক দাখিল মাদ্রাসার প্রাক্তন সুপারিন্টেন্ডেন্ট ও বিশিষ্ট আলেমে দ্বীন মাও. রেজওয়ানুল বারী।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন চর জব্বার ডিগ্রি কলেজের প্রভাষক মাও. আবু তাহের, চরক্লার্ক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছানা উল্লাহ বি.কম, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি নুরুল ইসলাম আজাদ, কেরামতপুর এম.এস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন হেলাল, চরক্লার্ক দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাও. ছানা উল্লাহ নুরী, মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান জিয়া, ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য শামছুল আলম বাহার, প্রাক্তন প্রাথমিক শিক্ষক ইব্রাহিম সেলিম প্রমুখ।
অনুষ্ঠানে আলোচনা করার সময় বক্তারা মরহুম অ্যাডভোকেট এনামুল হকের বর্ণাঢ্য জীবনে জনসেবা, শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন, সমাজিক উন্নয়ন সহ নানাবিধ কর্মকাণ্ড এবং অবদানের বিচিত্র দিকগুলো তুলে ধরেন। এছাড়াও তিনি সকল দল-মতের ঊর্ধ্বে উঠে এলাকার মানুষকে যেভাবে আজীবন ভালোবেসে নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন সেই বিষয়গুলোও আলোচনা করা হয়।
প্রয়াত অ্যাডভোকেট এনামুল হক সুবর্ণচরের বৃহত্তর চরক্লার্ক ও মোহাম্মদপুর ইউনিয়নের ৪ বারের নির্বাচিত চেয়ারম্যান ও বহু প্রতিষ্ঠানের দাতা এবং প্রতিষ্ঠাতা ছিলেন।
Leave a Reply