হাবিবুর রহমান রনি, স্টাফ রিপোর্টার:
নোয়াখালী সুবর্ণচরে দক্ষিণ চরক্লার্ক, আবদুর রব বাজারের দক্ষিণ মাথায় মারকাযুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১০ টায় মাদ্রাসার অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে মাদ্রাসাটির যাত্রা শুরু করে।
হাফেজ মো: নুরুল আমিন শান্তর সঞ্চালনায় এবং উক্ত মাদরাসার পরিচালক হাফেজ মোহাম্মদ এনায়েত উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোমানিয়া ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুর রহমান সাহেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদানীয়া ইসলামিয়া একাডেমীর মহতামিম মাওলানা খাবিরুল হক, আব্দুর রব বাজার দাখিল মাদ্রাসার সাবেক সুপার মাওলানা আব্দুর রহমান।
এ সময় বক্তারা প্রতিষ্ঠানের পরিচালকদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন
সর্বশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়
উক্ত মাদ্রাসায় নার্সারী থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ও হিফজ বিভাগে আবাসিক অনাবাসিক ও ডে-কেয়ারে ভর্তি চলছে।
Leave a Reply