ক্রিয়া প্রতিবেদক:
ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি বংশদ্ভূত সিলেটের কৃতি সন্তান হামজা দেওয়ান চৌধুরীর সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর সভাপতি তাবিথ আউয়াল ও নির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ। বাংলাদেশ সময় ১৬ জানুয়ারী ২৫ ইং যুক্তরাজ্যের লেস্টার সিটির হোম ভেন্যু কিং পাওয়ার স্টেডিয়ামে সাক্ষাৎ এবং ডিনার করেন। বাফুফে সভাপতি লেস্টার সিটি-ক্রিস্টাল প্যালেস ম্যাচও দেখেছেন মাঠে বসে। হামজার পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করেন বাফুফের কর্তারা।উল্লেখ হামজা দেওয়ান চৌধুরী কে বাংলাদেশের হয়ে খেলার আমন্ত্রণ জানালে তিনি সম্মতি দেন। তবে বাধার মুখে পরেন ফিফার মারপেঁচে, সব বাধাকে টপকে বাফুফের অক্লান্ত পরিশ্রমের ফল হিসাবে গত ১৯ ডিসেম্বর ২০২৪ইং, হামজা নিজেই তার ইনস্টাগ্রামে সাপোর্টারদের ধন্যবাদ দিয়ে বাংলাদেশের হয়ে খেলার ঘোষণা করেন। এবং বাংলাদেশের জার্সিতে শিলংয়েল জওহরলাল নেহরু স্টেডিয়ামে অভিষেক হতে পারে হামজা চৌধুরীর, এশিয়ান কাপ বাছাইয়ে ভারত-বাংলাদেশ ম্যাচ এই ভেন্যুতে আয়োজন করতে চায় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, অপেক্ষায় এএফসির অনুমতির।
Leave a Reply