1. dailynewsbangla756@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম
ডেইলি নিউজ বাংলা ২৪ এ সারাদেশে জেলা ও উপজেলা, ক্যাম্পাস, ব্যুরো প্রধান  প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ-01606638418.
শিরোনাম
মিটফোর্ডে প্রকাশ্যে নির্মম খুন: আসামি রবিনের স্বীকারোক্তি, টিটনের ৫ দিনের রিমান্ড পাথর দিয়ে হত্যাসহ সন্ত্রাস-চাঁদাবাজির প্রতিবাদে নাগরপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বিএনপি থেকে ড. ফয়জুল হকের পদত্যাগ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়াইয়ের ঘোষণা করিমগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ স্বরূপ জবি ছাত্রদল নেতার পদত্যাগ মিটফোর্ড হত্যাকাণ্ডের প্রতিবাদে এবার উত্তাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়; বিচার দাবী শিক্ষার্থীদের রাজনৈতিক দলগুলো ঐক্যমত হলে আগামী ৫ আগষ্ট জুলাই ঘোষনা পত্র: স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বুড়িচংয়ে বাঁধন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক ড. ইমরান আনসারীকে নাগরিক সংবর্ধনা বারহাট্টায় ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতে ড্যানীর গণসংযোগ শিক্ষক কন্যা নুসরাত ডাক্তার হতে চায়শিক্ষক কন্যা নুসরাত ডাক্তার হতে চায়

কুড়িগ্রামে বালু লুটের বানিজ্য চলছে : সংবাদ প্রকাশের পর এখন রাতে চালান হয় বালু

  • আপডেট টাইম : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ৬৭ বার

 

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি:

ব্রহ্মপুত্র থেকে বছরে ৮ কোটি টাকার বালু লুট করছে একটি সিন্ডিকেট।
কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে চলছে বালু লুটের মহোৎসব। বছরে প্রায় ৮ কোটি টাকার বালি লুট করছে বালুখেকো সিন্ডিকেট। স্থানীয় সূত্রে জানা গেছে, বছরের পর বছর থেকে বালি লুটের মহোৎসব চলার সঙ্গে বেড়েই চলছে অবৈধ ড্রেজারের সংখ্যা। নিয়মনীতিকে তোয়াক্কা না করেই ব্রহ্মপুত্রের চিলমারীর প্রায় শতাধিক পয়েন্টে অবৈধ ড্রেজারের মাধ্যমে বালি উত্তোলনের ফলে নদীর দিক পরিবর্তন হয়ে একাধিক স্রোত তৈরি হয়ে গ্রামের পর গ্রামসহ হাজার হাজার একর জমি চলে যাচ্ছে নদীগর্ভে। ফকিরের হাট স্থানীয় সূত্র জানায় ফকিরেরহাটের করিম চেয়ারম্যানের তত্ত্বাবধানে একটি ড্রেজার পরিচালনা করা হয়, ড্রেজার পরিচালনার কারণে অনেক জমি নদী গর্ভে চলে গেছে। এই ব্যাপারে করিম চেয়ারম্যানের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। সরেজমিনে অনুসন্ধানে দেখা যায়, ফকিরের হাট গোল চত্বরে রাত্রিকালীন বানু চালান করার জন্য ট্রাক্টর সারিবদ্ধভাবে রাখা রয়েছে। এ বিষয়ে চিলমারী সহকারী ভূমি কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব সবুজ কুমার বলেন আমি আজ ফকিরহাট এলাকায় কিছু পয়েন্ট বন্ধ করে দিয়েছি এবং দুটি গাড়ি জব্দ করেছি, অভিযান অব্যাহত থাকবে।
কুড়িগ্রামের চিলমারীর ফকিরের হাট এলাকা,কাচকলএলাকা এবং উলিপুরের হাতিয়া ভবেশ ঘাট, পালের ঘাট থেকে চলেছে বালুর বানিজ্য। অতিরিক্ত ওভার লোডের কারনে ক্ষতিগ্রস্ত হচ্ছে জনপদ । কথা হয় হাতিয়া ভবেশ ঘাটের ম্যানেজার নজরুল ইসলাম এ-র সাথে। নজরুল সাংবাদিক দের বলেন, আগে বালু মহল আওয়ামী রাখা চালাত, এখন হাতিয়া এবং উপজেলা বি,এন,পির কিছু নেতৃস্থানীয় ব্যাক্তি মিলে চালাচ্ছে। এখন দিনে নয় রাতের বেলায় চলছে ডাম্পার ট্রাক্টর সহ ভারী যানবাহন। এ বিষয়ে কুড়িগ্রাম সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নজরুল ইসলাম বলেন ডাম্পার ট্রাক্টর মিজান বোনগুলো সড়ক জনপদের জন্য খুবই ক্ষতিকর, এটা নিয়ন্ত্রণের দায়িত্ব হাইওয়ে পুলিশের।
এ বিষয়ে কুড়িগ্রাম পুলিশ সুপার মাহফুজুল রহমান বলেন, বিষয়টি আমাদের পর্যবেক্ষণে আছে, দ্রুত ব্যাবস্থা নেয়া হবে।
প্রশাসনের নাকের ডগায় বছরের পর বছর থেকে বালি লুটের মহাউৎসব চললেও অজ্ঞাত কারণে প্রশাসন দেখেও যেন দেখছে না। মাঝে-মধ্যে লোক দেখানো অভিযান চালিয়ে দায়িত্ব সেরে নিচ্ছেন দায়িত্বরতরা। সেই সুযোগে বালুখেকোরা লুটে নিচ্ছে কোটি কোটি টাকার বালি, অজ্ঞাত কারণে সঠিক পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন। কতিপয় বালি ব্যবসায়ীরা চিলমারীর স্থানীয় উন্নয়নের নামে বালি উত্তোলনের কথা বললেও বছরে লাখ লাখ ঘনফুট বা সিএফটি বালি চিলমারীর বাইরে বিক্রি করে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। জানা গেছে, উপজেলার মধ্যদিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র থেকে বছরের পর বছর ধরে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের উৎসব শুরু করেন একটি বালিখেকো সিন্ডিকেট। পরে একটিতে তৎকালীন সরকারের আমলে নামধারী দলীয় নেতারা জড়িয়ে পড়ে এবং ক্ষমতার প্রভাব দেখিয়ে চালায় উত্তোলনের উৎসব। ধীরে ধীরে ২/১টি ড্রেজার থেকে প্রায় অর্ধশতাধিক ড্রেজার নেমে পড়ে ব্রহ্মপুত্রের বুকে আর বালি উত্তোলন ও বিক্রির মহাউৎসব শুরু হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর কিছুদিন বন্ধ থাকার পর পূর্বের বালু ব্যবসায়ীদের সঙ্গে মিলে আর একটি মহল নেমে পড়েছে এবং বিভিন্ন ক্ষমতার প্রভাব দেখিয়ে আবারো অবৈধভাবে বালু উত্তোলনসহ চালিয়ে যাচ্ছে বালু ব্যবসা।

প্রায় অর্ধশতাধিক ড্রেজার ব্রহ্মপুত্রের বুকে চালায় তাণ্ডব। সরজমিন ঘুরে দেখা গেছে, বিভিন্ন পয়েন্টে শ্যালো মেশিন ছাড়াও ব্রহ্মপুত্রের বুকের বিভিন্ন স্থানে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে কতিপয় প্রভাবশালী ব্যক্তি। ফকিরেরহাট এলাকার মনজু বলেন, একে তো অবৈধভাবে বালু উত্তোলন করে আর সঙ্গে নদী ভাঙন রোধে রাখা ব্লোক দিয়ে বালুখেকোরা নিজেদের ব্যবসার জন্য রাস্তা বানাইছে আর বাঁধের সড়কও শেষ করছে। আমি ৯৯৯ ফোন করি কিন্তু কোনো ফল না পেয়ে চিলমারী থানায় জানালেও কিছুই হয়নি।

বরং বালু ব্যবসায়ীদের হুমকিতে ভয়ে আছি। সূত্র মোতাবেক প্রতি মাসে প্রায় ৫০ থেকে ৮০ লক্ষ টাকার বালি বিক্রি হয় চিলমারী বিভিন্ন পয়েন্ট থেকে আর প্রতি ঘনফুট বা সিএফটি বালি বিক্রি হচ্ছে ৮ থেকে ১০ টাকা, যদিও তা তুলতে সিএফটি প্রতি ২ থেকে ৪ টাকা খরচ পড়ছে। প্রতি বছর কোটি কোটি টাকার বালু বিক্রি হলেও সরকারের রাজস্ব ভাণ্ডার একেবারেই শূন্য থাকছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, জোড়গাছ থেকে ফকিরেরহাট পর্যন্ত প্রায় অর্ধশতাধিক বিভিন্ন পয়েন্টে বালু বিক্রির সঙ্গে মাছুদ, ইবরাহিম, রবিন, হারুন, বাবলু, আ. কাদের, মিন্টু, সুজাসহ অনেকের নাম জানা গেলেও এর নেপথ্যে বালু উত্তোলনে নেতৃত্ব কিছু প্রভাবশালী ও রাজনৈতিক ব্যক্তি জড়িত আছেন বলে জানা যায়। চিলমারী ইউনিয়নের বাসিন্দারা জানান, ড্রেজারের মাধ্যমে বালি উত্তোলন করায় গত বছর বর্ষার সময় শত শত বাড়িঘরসহ হাজার হাজার একর জমি নদীগর্ভে বিলীন হয়েছে, অভিযোগ করেও লাভ হয়নি।
সরেজমিনে সন্ধানে আরো জানা যায় গত ১৭/১/২৫ ইং শুক্রবার আনুমানিক বিকাল ৪:০০ ঘটিকায় ফকিরেরহাট টু উলিপুর রোডস্থ সুড়ীরডাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আরশি নামক ৮ বছরের একটা কন্যা শিশু নিহত হয়েছে। ঘটনার অনুসন্ধানে জানা যায় বালুবাহী একটি ট্রাক্টর কে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটো রিক্সা ওই শিশু বাচ্চার গায়ে উল্টে পড়ে ঘটনাস্থলে শিশুটি মারা যায়।
বালু বিক্রির সঙ্গে দলীয় কেউ জড়িত নেই জানিয়ে উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আবু হানিফা জানান, একটি মহল বিএনপি’র সুনাম নষ্ট করতে বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছে। তবে ফকিরেরহাট কাঠ সংলগ্ন ভালো মহলের সংশ্লিষ্ট সূত্র বলে আমরা হানিফ চেয়ারম্যানের দলের।

চিলমারী বন্দর থানার ওসি আইসি ইমতিয়াজ কবির জানান, আমাদের লোকবল কম এবং যানবাহন না থাকায় সব স্থানে অভিযান দেয়া সম্ভব হচ্ছে না। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক বলেন, বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং আমরা বালুমহালের জন্য চেষ্টা চলছে, আশাকরি তা দ্রুত বাস্তবায়ন হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Archive Calendar

জুলাই ২০২৫
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
 

©All rights reserved © Daily newsbangla24.