ওবাইদুল হক (স্টাফ রিপোর্টার)
১৫ জন কর্মকর্তাকে সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি প্রদান করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (বিকল্প কর্মকর্তা) সমর কান্তি বসাক কর্তৃক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা যায়। বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের ১৫/১২/২০২৪ ইং তারিখের সুপারিশের পরিপ্রেক্ষিতে এ পদোন্নতি প্রদান করা হয়। পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাগণ জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী ৯ম গ্রেড (২২,০০০-৫৩,০৬০/-) অনুসারে বেতন-ভাতাদি প্রাপ্য হবেন। পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাগণকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রদান করা হয়। পদোন্নতি প্রাপ্র কর্মকর্তাগণ হলো: (১) আব্দুল কুদ্দুস, প্রশাসনিক কর্মকর্তা, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ; (২) মো: আকরাম হোসেন, ব্যক্তিগত কর্মকর্তা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ; (৩) মো: শাহ আলম সিরাজ, ব্যক্তিগত কর্মকর্তা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ; (৪) মো: আলমগীর হোসেন, প্রশাসনিক কর্মকর্তা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ; (৫) মো: মোতালেব হোসেন, ব্যক্তিগত কর্মকর্তা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ; (৬) মোহাম্মদ ফখরউদ্দিন তালুকদার, ব্যক্তিগত কর্মকর্তা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ; (৭) মোহাম্মদ কব্দুল হোসেন, প্রশাসনিক কর্মকর্তা, মন্ত্রিপরিষদ বিভাগ; (৮) মো: জিয়াউর রহমান, প্রশাসনিক কর্মকর্তা, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ; (৯) জে.এম আলাউদ্দিন, ব্যক্তিগত কর্মকর্তা, শিল্প মন্ত্রণালয়; (১০) মো: গোলাম ফারুক, ব্যক্তিগত কর্মকর্তা, শিল্প মন্ত্রণালয়; (১১) সৈয়দ জহিরুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা, শিল্প মন্ত্রণালয়; (১২) ফেরদৌসী বেগম, প্রশাসনিক কর্মকর্তা, বাণিজ্য মন্ত্রণালয়; (১৩) মো: আব্দুল আজিজ, ব্যক্তিগত কর্মকর্তা, জনপ্রশাসন মন্ত্রণালয়; (১৪) এ.বি.এম. আবু বাকার ছিদ্দিক, প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রশাসন মন্ত্রণালয়; (১৫) এস.টি.এ. পারভীন, প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রশাসন মন্ত্রণালয়। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এ প্রজ্ঞাপন জারি করা হয় মর্মে প্রজ্ঞাপন সূত্রে জানা যায়।
Leave a Reply