মোঃ রিপন হোসেন :
১৯শে ফেব্রুয়ারী বুধবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,বৈষম্য বিরোধী ছাত্রদের,গত কাল রক্তক্ষয়ী সংঘর্ষের পর রাত এগারোটার সাংবাদিক সম্মেলন করে ৫ দফা দাবি পেশ করেন।আজ ১টা পর্যন্ত আল্টিমেটাম বেঁধে দেওয়া হয়।উক্ত সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় ৫দফা বাস্তবায়ন না করার জন্য প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়। উল্লেখ্য গতকাল ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে কুয়েট ক্যাম্পাস জুড়ে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় কমপক্ষে অর্ধশতাধিক আহত হয়। ছাত্র দলের নতুন সদস্য ফর্ম বিতরনের সময় বৈষম্য বিরোধী ছাত্ররা ক্যাম্পাসে রাজনিতির বিপক্ষে মিছিল বের করে। মিছিলের এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরবর্তীতে রক্তক্ষয়ী সংঘর্ষে এলাকার রন ক্ষেত্রে রুপ ধারণ করে। পরবর্তী সময়ে পুলিশ, আর্মি, বিজিবি,সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলে কিছুটা সান্ত হয়। ছাত্ররা ভিসি কে আটকে রাখে। ৫দফা দাবির মধ্যে প্রধান দাবি ভিসি প্রোভিসির ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় পদত্যাগ।
এখন ক্যাম্পাস উত্তপ্ত, এরিপোর্ট লেখা পর্যন্ত প্ররিচালনা পরিষদের মিটিং চলছিল।
Leave a Reply