মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা- জাককানইবি প্রতিনিধিঃ
সম্প্রতি ইজরায়েল কর্তৃক ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্মম হত্যাযজ্ঞ চালানোর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার (১৯ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে ধর্মপ্রাণ শিক্ষার্থীরা প্রতিবাদ জানাতে জমায়েত হয় এবং নানা স্লোগানে মুখরিত করে ক্যাম্পাস।বিক্ষোভ মিছিলটি শুরু হয় বিশ্ববিদ্যালয়ের জয়ধ্বনি মঞ্চ থেকে,যা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে কেবল বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থীই নয়,পাশাপাশি বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও এ বিক্ষোভ মিছিলে অংশ নেন এবং ইসরাইলের কার্যালাপের তীব্র নিন্দা জ্ঞাপন করেন।একইসাথে,গাজার জনগণের প্রতি সমবেদনা ও সংহতি প্রকাশ করেন এবং ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে দৃঢ় অবস্থান নেন। পরিশেষে,সম্মিলিতভাবে গাজাবাসীর সার্বিক কল্যাণ কামনা করে দোয়া-মোনাজাতে অংশ নেন।
এসময় সমাবেশে শিক্ষার্থীরা বলেন, "গাজায় নিরীহ মানুষের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলা চরম মানবাধিকার লঙ্ঘনের শামিল। বিশ্ব মুসলিম সম্প্রদায়ের উচিত দ্রুত এই গণহত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া।"
তারা আরও বলেন, "যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনিদের ওপর হামলা চালানো স্পষ্টতই ইসরায়েলের আগ্রাসন নীতি প্রকাশ করে। আমরা মজলুমদের পক্ষে সবসময় প্রতিবাদ করে যাবো।"
উল্লেখ্য,ইতোপূর্বে বহুবার গাজাবাসীর উপর অমানবিক পৈশাচিক অত্যাচার চালিয়েছে ইজরায়েল, যার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশ বিভিন্নভাবে প্রতিবাদ জানিয়েছে।বিক্ষোভ মিছিলের মাধ্যমে নিজ অবস্থান থেকে প্রতিবাদ জানানোয়, নজরুল বিশ্ববিদ্যালয় যেন তাদেরই প্রতিচ্ছবি বহন করছে।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24