প্রসেনজিৎ চন্দ্র শরর্মা :
দিনাজপুর চিরিরবন্দরে গরুকে খাওয়ানোর জন্য দোকান থেকে গো-খাদ্য বাকি নিয়ে টাকা পরিশোধ না করায় এক আওয়ামী নেতাকে গণপিটুনি দেওয়া হয়েছে। পরবর্তিতে গভীর রাতে টাকা শোধ করে দোকানদারের কাছে ক্ষমা চেয়ে পরিত্রাণ পেয়েছে। ১৮ মার্চ মঙ্গলবার দিবাগত রাত ৯ টার সময় উপজেলার রেলস্টেশন সড়কের হাসপাতাল মোড়ে জনৈক আলম গো-খাদ্য ভান্ডার নামক দোকানের ভিতর এ ঘটনা ঘটেছে।প্রত্যক্ষদর্শি ও স্থানীয়রা জানান, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডঃ অনিমেষ রায় গরুর খাদ্য বিক্রয়কারী দোকান আলম খাদ্য ভান্ডারের স্বত্বাধিকারী মোজ্জামেল হক আলমের কাছ থেকে প্রায় এক বছর আগে ২ হাজার ৬০০ টাকার গো খাদ্য বাকি নেন। এরপর আর টাকা পরিষদ করেননি।
গতকাল রাত ৯ টার দিকে ওই আওয়ামীলীগ নেতা উক্ত দোকানের সামনে এলে তার কাছে পাওনা টাকা চান দোকানদার। তখন ওই আওয়ামী লীগ নেতা ‘কিসের টাকা পাও’ বলে দোকানদারকে মারধর শুরু করেন। এ সময় স্থানীয়রাসহ আশপাশের দোকান মালিকগণ এগিয়ে এসে তাকে ধরে গণপিটুনি দেন এবং আটকে রাখেন।
আলম খাদ্য ভান্ডারে স্বত্বাধিকারী মোজ্জামেল হক আলম বলেন, আওয়ামী লীগ নেতা এডঃ অনিমেষ আমার কাছে এক বছর আগে আমার দোকান থেকে গো খাদ্য বাকি নিয়ে আর টাকা পরিশোধ করছিলেন না। অনেকবার টাকা চেয়েও ধরা দিচ্ছিল না। মঙ্গলবার দোকানের সামনে দেখা পেয়ে টাকা চাইলে, কিসের টাকা পান বলে আমার কলার ধরে আমার গায়ে আঘাত করেন তিনি। পরে আমার সাথের দোকানদার ও স্থানীয়রা তাকে মারধর করে আটকে রাখে।
স্থানীয় হামিদ বস্ত্রালয়ের স্বত্বাধিকারী আব্দুল হামিদ বলেন, আমার দোকান থেকে সাবেক অর্থমন্ত্রীর প্রোগ্রামে কম্বল বিতরণের জন্য বাকিতে কম্বল নিয়ে টাকা পরিশোধ করেনি। দোকানদারগণ সামনে পেয়ে ধরে পিটুনি দিয়েছেন স্থানীয়রা। চিরিরবন্দরের অনেক দোকানদারগণ অভিযোগ করেন, তারাও টাকা পাবেন।
এরপর অন্যান্য লোকজন এসে তাকে টাকা শোধ করার শর্তে উদ্ধার করে। পরবর্তিতে ওই আওয়ামীলীগ নেতা গভীর রাতে টাকা শোধ করে দোকানদারদের কাছে ক্ষমা চেয়ে জনরোষ থেকে রক্ষা পেয়েছে।
01309545466
Leave a Reply