মোঃ মোরছালিন, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাট পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের জন্য নির্মিতব্য ৭ তলা বিশিষ্ট আবাসিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন জেলা প্রশাসক আফরোজা আখতার চৌধুরী। প্রকল্পটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক বাস্তবায়িত হচ্ছে।
এটি “পৌরসভায় পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আবাসিক ভবন নির্মাণ প্রকল্প (PCRBCP)” এর আওতায় তৈরি করা হচ্ছে। আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন ভবনটিতে থাকবে ৪৮টি ফ্ল্যাট, যা পরিচ্ছন্নতা কর্মীদের আবাসনের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, জয়পুরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু জাফর মোঃ রেজা, এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী আব্দুর রহিম আকন্দ, সদর উপজেলা প্রকৌশলী সামিন শারার ফুয়াদ, সহকারী প্রকৌশলী তানজিম আহমেদ, পৌরসভার সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, জয়পুরহাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম এবং ঠিকাদার আনিছুর রহমান লিটনসহ অন্যান্য কর্মকর্তারা।
প্রায় ৩৮.৬৫ শতাংশ ফ্লোর এরিয়া জুড়ে নির্মিত ভবনটিতে থাকবে ২টি আধুনিক লিফট এবং ২টি সিঁড়ি। ২০০ জনের ব্যবহার উপযোগী সেপটিক ট্যাংক ও সোকওয়েল। মাল্টিপারপাস খোলা জায়গা, কমিউনিটি হল, বাচ্চাদের খেলার স্থান। সাবস্টেশন, জেনারেটর রুম এবং ২৬৫ মিটার সংযোগ সড়ক।
প্রতিটি ফ্ল্যাটের আয়তন হবে আনুমানিক ৪৬০ বর্গফুট। ফ্ল্যাটগুলোতে থাকবে: ১টি মাস্টার বেডরুম। লিভিং ও ডাইনিং স্পেস।বাথরুম, প্যান্ট্রি রুম এবং রান্নাঘর বারান্দা ও অগ্নি নির্বাপক যন্ত্র।
এলজিইডি’র নিজস্ব ডিজাইন এবং সার্বিক তত্ত্বাবধানে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল ১৪.৫৪ কোটি টাকা। তবে ওপেন টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কাজটি পেয়েছে মেসার্স বসুন্ধরা হাউস বিল্ডার্স-মেসার্স লিটন ট্রেডার্স জেভি, জয়পুরহাট। প্রকল্পের চুক্তিমূল্য ধরা হয়েছে ১৩.০৮ কোটি টাকা। কাজটি শুরু হয়েছে ৮ ডিসেম্বর ২০২৪ তারিখে এবং এটি শেষ হবে ২৫ অক্টোবর ২০২৬ তারিখে।
এই প্রকল্পটি বাস্তবায়িত হলে জয়পুরহাট পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের আবাসনের চাহিদা পূরণ হবে। তারা পরিবারসহ আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।
Leave a Reply