নিজস্ব প্রতিবেদক:
দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ওপেন হাউজ ডে। শনিবার (১৯-০৪-২০২৫) সকালে নবাবগঞ্জ থানা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে পুলিশ ও জনসাধারণের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে সরাসরি মতবিনিময় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও বাইবেল থেকে পবিত্র বাণী পাঠের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতির এক চমৎকার দৃষ্টান্ত স্থাপন করা হয়। এরপর স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা অনুষ্ঠানকে স্বাগত জানিয়ে বক্তব্য প্রদান করেন। তাঁরা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ মারুফত হোসাইন। তিনি তার বক্তব্যে বলেন, “পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করতে এই ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে পুলিশের কার্যক্রম আরও স্বচ্ছ ও গণমুখী হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল মতিন। তিনি বলেন, “অপরাধ দমন ও জননিরাপত্তা রক্ষায় পুলিশের পাশাপাশি জনগণেরও সক্রিয় সহযোগিতা প্রয়োজন। আমরা সবাই মিলে একটি সুন্দর সমাজ গঠনে কাজ করে যেতে চাই।”
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মতবিনিময় পর্বে নাগরিকরা সরাসরি পুলিশ প্রশাসনের কাছে তাদের মতামত ও অভিযোগ তুলে ধরেন।
ওপেন হাউজ ডে শেষে থানার পক্ষ থেকে আগত নাগরিকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24