রাম কৃঞ্চ সাহা রামা, টাংগাইল জেলা প্রতিনিধিঃ
টাংগাইলের নাগরপুরে নানা আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উদযাপন হয়েছে।
শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের গণমানুষের কাছে মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা ও বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা হিসেবে সমাদৃত। একজন সৈনিক হিসেবে কর্মজীবন শুরু করলেও জিয়াউর রহমানের জীবনের বৈশিষ্ট্য হচ্ছে দেশের সঙ্কটে তিনি বারবার ত্রাণকর্তা হিসেবে অবতীর্ণ হয়েছেন এবং দেশকে সে সঙ্কট থেকে মুক্ত করেছেন। তিনি অস্ত্রহাতে স্বাধীনতা যুদ্ধ করেছেন। যুদ্ধ শেষে আবার পেশাদার সৈনিক জীবনে ফিরে গেছেন। জিয়াউর রহমান সময়ের প্রয়োজনেই প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। তার গড়া সেই রাজনৈতিক দল তার সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং জ্যেষ্ঠপুত্র তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে নানা চড়াই-উৎরাই পেরিয়ে আজ দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল হিসেবে স্বীকৃত। দেশের সব ক্রান্তিকাল উত্তরণে শহীদ জিয়া ছিলেন জাতির দিশারী। ২৬ মার্চ তিনি চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। স্বাধীনতা-উত্তর দুঃসহ স্বৈরাচারী দুঃশাসনে চরম হতাশায় দেশ যখন নিপতিত, জাতি হিসেবে আমাদের এগিয়ে যাওয়া যখন বাধাগ্রস্ত হয়, ঠিক সেই সংকটের এক পর্যায়ে জিয়াউর রহমান জনগণের নেতৃত্বভার গ্রহণ করেন।
রবিবার ( ১৯ জানুয়ারী ) সকালে ১০ টার দিকে বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্রদল নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পরে দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেলের সভাপতিত্বে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সহিদুর রহমান মনির এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি।
অনুষ্ঠান শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর দিকনির্দেশনা মূলক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পরে সভায় বক্তারা দেশের প্রতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আত্মত্যাগ ও ভালবাসার কথা শ্রদ্ধা ভরে স্মরণ করেন।
আলোচনা সভা শেষে, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সিনি: সহ-সভাপতি আহমদ আলী রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক কিবরিয়া মোল্লা, প্রচার সম্পাদক মোঃ নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাজাহান সাজু, সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান জাহিদ, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব দীপন মোল্লা, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রুপক খান, মোস্তাকিম মিয়া, শাহজালাল বাদল প্রমুখ।
এছাড়াও উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল সহ বিএনপির অন্যান্য অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply