মোঃ মারুফ হাসান, বকশীগঞ্জ জামালপুর বিশেষ প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রিপনের স্ত্রী সংবাদ সম্মেলনে সরকার আক্তারের নামে মামলা বাণিজ্যের অভিযোগ করেন। এরই প্রেক্ষিতে আরেকটি সংবাদ সম্মেলন করেন নিহত রিপনের মা ভাই বোনসহ সরকার আক্তার নিজে।
১৮ই জানুয়ারি (শনিবার) দুপুর ১টায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রিপনের স্ত্রী খাদিজা বেগম অভিযোগ করেন, তার স্বামীর হত্যা মামলাকে পুঁজি করে নিহত রিপনের বড় ভাই সরকার আক্তার নানা জনের কাছ থেকে মামলার ভয়-ভীতি দেখিয়ে বিভিন্ন কায়দায় অর্থ আত্মসাৎ করে আসছে। মামলার বাদী তাকে না বানিয়ে সরকার আক্তার নিজে বাদী হয়ে এই অর্থ বাণিজ্য করে আসছে। এক সময় তার চাল চুলা কিছুই ছিল না আজ তার স্বামীর টাকায় এখন অনেক কিছু করেছে। তিনি প্রশাসনিক মহল থেকে এ ব্যাপারে সহযোগিতা চেয়েছেন। অপরদিকে দুপুর ২টায় আরেকটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন সরকার আক্তার ও তার মা ভাই বোন। এ বিষয়ে সবাই অভিযোগ করেন, খাদিজা নামে যে মেয়েটি সংবাদ সম্মেলন করেছে সে আমাদের কেউ না অথচ কোথা থেকে কিভাবে সে আমাদের নামে অভিযোগ করল এ ব্যাপারে আমরা কেউ অবগত না। উক্ত ব্যাপারে তারা বিব্রতকর প্রশাসনিকভাবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর সুষ্ঠু বিচার হওয়া উচিত বলে তারা তাদের অভিমত ব্যক্ত করেন।
অভিযোগের বিষয়ে সংবাদ সম্মেলনে সরকার আক্তার বলেন, আমি আমার ভাইয়ের মামলার বাদী হওয়ার কারণে আসামি পক্ষ সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগরের যোগসাজসে আমাকে কোনঠাসা করার জন্য এ খাদিজা নামের মেয়েকে আমার ভাইয়ের বউ বানিয়ে আমার নামে মিথ্যা সংবাদ সম্মেলন করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। নিহত রিপনের মা বোনেরা জানায়, এই নজরুল সওদাগর আমাদের পরিবারকে নানাভাবে হুমকি ভয়-ভীতি দেখিয়ে আসছে যাতে আমরা মামলাটি উঠিয়ে নেই। সব শেষে আকতারের পরিবারের দাবী খাদিজাকে আমরা কেউ চিনি না।
Leave a Reply