মনা, যশোর প্রতিনিধিঃ
অদ্য ১৮/০৪/২০২৫খ্রিঃ বিকাল ১৫.৩০ ঘটিকায় পুলিশ লাইন্স ড্রিল শেডে আগামীকাল যশোর জেলায় ট্রেনিং রিক্রুটকনস্টেবল
(টিআরসি) পদে সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া অনুষ্ঠানের লক্ষ্যে যশোর জেলা নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি ও জেলা পুলিশ সুপার জনাব রওনক জাহান মহোদয় এর সভাপতিত্বে নিয়োগ প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাগণ এবং নিয়োগ ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সের উপস্থিতিতে বিশেষ ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়।
সম্মানিত পুলিশ সুপার মহোদয় আগামীকাল যশোর জেলায় ট্রেনিং রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে পরিচালনার লক্ষ্যে নিয়োগ ডিউটিতে নিয়োজিত সকলের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
একই সাথে তিনি নিয়োগ ডিউটিতে নিয়োজিত প্রতিটা টিমের সদস্যদের নিজ-নিজ দায়িত্ব সম্পর্কে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রেরিত নির্দেশনা সমূহ বুঝিয়ে দেন।
বিঃদ্রঃ- মনে রাখবেন প্রার্থীর সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ দেয়া হবে। এব্যাপারে কারো সাথে কোন প্রকার আর্থিক অনিয়মে জড়াবেন না। কোন প্রতারক চক্রের খপ্পরে পড়বেন না।
জনসচেতনতায়ঃ জেলা পুলিশ, যশোর।
Leave a Reply