ফারিছ আহমদ ,হোসেনপুর উপজেলা প্রতিনিধিঃ
২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম পর্ব শিক্ষার্থীদের জন্য অরিয়েন্টেশন ও অভিভাবক দিবস ২০২৫ যথাযথ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। ১৮ জানুয়ারি, ২০২৫ তারিখে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে এক হৃদয়স্পর্শী পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির সম্মানিত অধ্যক্ষ, প্রকৌশলী জনাব মো. জহিরুল ইসলাম। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন, “আপনারা প্রত্যেকেই আগামী দিনের ভবিষ্যৎ। প্রতিষ্ঠানের নিয়ম-শৃঙ্খলা মেনে চলার পাশাপাশি নিজেকে আত্মবিশ্বাসী ও দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলুন। এই শিক্ষাজীবন আপনাদের জীবন গঠনের ভিত মজবুত করবে।” তাঁর প্রেরণামূলক কথাগুলো শিক্ষার্থীদের মধ্যে এক নতুন উদ্দীপনা জাগ্রত করে।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। প্রতিষ্ঠানের শিক্ষকগণ তাদের আন্তরিকতার সাথে অভ্যর্থনা জানান। এ সময় নবীন শিক্ষার্থীদের মধ্যেও ছিল উচ্ছ্বাস ও আনন্দের ঢেউ।
অভিভাবক দিবসের অংশ হিসেবে অভিভাবকরাও অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশ নেন। অধ্যক্ষ মহোদয় ও অন্যান্য শিক্ষকগণ অভিভাবকদের সাথে শিক্ষার্থীদের উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে আলোচনা করেন। অভিভাবকরা তাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন মতামত ও প্রশ্ন তুলে ধরেন, যা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ অত্যন্ত মনোযোগ দিয়ে গ্রহণ করেন।
অরিয়েন্টেশন ও অভিভাবক দিবস ২০২৫ ছিল একটি সফল আয়োজন। এটি শিক্ষার্থী, অভিভাবক এবং প্রতিষ্ঠানের মধ্যে এক নতুন সম্পর্ক গড়ে তোলার পথ সুগম করেছে। অধ্যক্ষ মহোদয় ও শিক্ষকদের আন্তরিকতায় শিক্ষার্থীরা এক নতুন অধ্যায় শুরু করার প্রেরণা পেয়েছে।
Leave a Reply