মঞ্জুরুল ইসলাম লিটন লংগদু, রাঙামাটি প্রতিনিধি:
বেঁচে থেকে অশান্তি, মরেও যেন শান্তি নেই। ত্রাণ চাই না, রাস্তা চাই, আমরা রাস্তা চাই, আমরা স্কুলে যেতে চাই, আমরা বাড়ি থেকে বের হতে চাই, এমন স্লোগান নিয়ে মানব বন্ধনে নেমে এসেছে লংগদু উপজেলার কালাপুকুজ্জ্যা ইউনিয়ন বাসিন্দারা।
বৃহস্পতিবার সকাল দশ ঘটিকা হতে রাঙামাটি জেলা লংগদু উপজেলাধীন কালাপুজ্জ্যা ইউনিয়ন কালাপুজ্জ্যা ঘাট থেকে মাইনীমুখ ফরেষ্ট ঘাট পর্যন্ত সংযোগ সড়কের দাবীতে মানব বন্ধন করেন কালাপুকুজ্যা ইউনিয়ন বাসী ।
স্থানীয়দের তথ্যমতে জানা যায় কালাপুকুজ্জ্যা ইউনিয়নে প্রায় সাড়ে ছয় হাজার লোকের বসবাস, উপজেলার সদরের সাথে যোগাযোগের একমাত্র যোগাযোগের মাধ্যম হচ্ছে নদী পথ। এলাকা বাসী বলেন দীর্ঘদিন যাবৎ শুনে আসতেছি সংযোগ পথটি হচ্ছে হবে। কিন্তু আদৌও কোনো খবর নেই রাস্তা হবার। সংযোগ পথটি বহু বছর ধরে অস্তিত্ব সংকটে পড়ে আছে। ফলে শিক্ষার্থী থেকে শুরু করে অসুস্থ রোগী ও স্থানীয়দের আসা-যাওয়া করতে চরম ভোগান্তিতে পড়তে হয়। এলাকা বাসী আরোও জানান নদী পথটি যদি সংযোগ সড়ক করা হয়, এতে করে পাশের উপজেলা বাঘাইড়ির সাথে যোগাযোগ সহজতর হবে।
উক্ত মানববন্ধনপরিদর্শনকালে উপস্থিত লংগদু উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ, উপজেলা প্রকৌশলী কর্মকতা শামসুল আলম, কালাপুকুজ্যা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল বারেক দেওয়ান, লংগদু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সহ- উপস্থিত অত্র ইউনিয়নের ভুক্তভোগী জনসাধারণ।
এ সময় উপস্থিত বক্তৃতায় কালাপুজ্জ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বারেক দেওয়ান বলেন উপজেলার সদরের সাথে একমাত্র চলার পথটিই হচ্ছে পানি পথ। পানি পথ হওয়ায় স্কুল,কলেজ, মাদ্রাসায় আসা যাওয়ার ছাত্র-ছাত্রীদের বিঘ্নতা ঘটে। কালাপুজ্জ্যা ঘাট থেকে ফরেষ্ট ঘাট ১ কিলোমিটারের এই সংযোগ সড়কটি করা হলে উপজেলা সদরের সাথে ইউনিয়নের যোগাযোগ সন্নিকটে চলে আসবে।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24