মোঃ মোরছালিন, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা পাঠানোর স্বীকৃতিস্বরূপ জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার কৃতি সন্তান ওমান প্রবাসী ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম ‘বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (সিআইপি) সম্মাননা পেয়েছেন।
বুধবার (১৮ ডিসেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি আমিনুর ইসলামের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও সিআইপি কার্ড তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিবছর ‘বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (এনআরবি)’ নীতিমালা ২০১৮ অনুযায়ী, বৈধ পথে সর্বাধিক রেমিট্যান্স প্রেরণকারী প্রবাসীদের সম্মাননা দিয়ে থাকে।
আমিনুর ইসলাম জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের গণিপুর গ্রামের মো. আজিজার রহমানের ছোট ছেলে। তিনি ২০০৮ সালে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) থেকে উচ্চশিক্ষা লাভ করেন। পরবর্তীতে ২০১২ সালে একজন বিনিয়োগকারী হিসেবে ওমান গমন করেন। দীর্ঘ ১২ বছর ধরে তিনি সুনামের সঙ্গে ওমানের রিয়েল এস্টেট (ভবন নির্মাণ) খাতে ব্যবসা পরিচালনা করছেন।
বিদেশে নিজ কর্মদক্ষতা প্রমাণের পাশাপাশি তিনি এলাকার উন্নয়নেও ভূমিকা রেখেছেন। নিজ এলাকার প্রায় অর্ধশত গরিব ও বেকার যুবককে ওমানে নিয়ে গিয়ে নিজের কনস্ট্রাকশন ফার্মে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন। তার প্রচেষ্টায় গণিপুর এলাকার অর্থনৈতিক চিত্র ইতিবাচকভাবে বদলাতে শুরু করেছে।
আমিনুর ইসলাম জানান, বর্তমানে তার ফার্মে দেশ-বিদেশের তিন শতাধিক কর্মী কাজ করছেন। তিনি আরও জানান, তার উদ্দেশ্য হলো গ্রামের অসচ্ছল পরিবারগুলোর আর্থিক উন্নয়ন নিশ্চিত করা। ভবিষ্যতে তিনি আরও লোককে বৈধভাবে বিদেশে কর্মসংস্থানের সুযোগ করে দিতে চান এবং বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে চান।
এই সম্মাননা অর্জন করায় জয়পুরহাটসহ পুরো দেশবাসীর মধ্যে গৌরব ও আনন্দের সঞ্চার হয়েছে।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24