মোঃ রিপন হোসেন:
খুলনা গিলাতলা দক্ষিণ পাড়া ময়দানে ৫১তম তাফসিরুল কুরআন ও ইসালে সওয়াব মাহফিলে প্রথম দিন। প্রধান অতিথি জনাব মোঃ কবির হোসেন তালুকদার, পরিচালক হ্যামকো গ্ৰুপ লিঃ। বিশেষ অতিথি জনাব প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, প্রধান বক্তা কবির বিন সামাদ চেয়ারম্যান কালচারাল ফাউন্ডেশন, যশোর, তিনি তার বয়ানে বাংলাদেশ ইসলামী দল কে সমর্থনে সবাই কে থাকার আহ্বান জানান। এছাড়া আরও বয়ান করেন, হযরত মাওলানা খন্দকার মাহবুব হক,হযরত মাওঃ মুফতী গাজী আল আমিন, হযরত মাওলানা আজিজ হাসান। তাফসির মাহফিলে প্রতি বছরের ন্যায় এবারও প্রথম দিনেই ব্যাপক লোক সমাগম ঘটেছে। মাহফিল প্ররিচালনা করেন, মোঃ সাইফুল্লাহ তারেক ।
Leave a Reply