কবি আনোয়ারুল কবির বাবলু।
রক্ত সাগর পাড়ি দিয়ে
বিজয় দিবস এলো
দালাল দোসর সব পালালো
রাজাকারের স্বপ্ন ভেঙে গেলো।
তিরিশ লক্ষ শহীদ হল
ইজ্জত গেল মায়ের
যোদ্ধ শেষে পায়না বোন
মুক্তি যোদ্ধা ভাইয়ের।
দেশের লাগি যোদ্ধে গেল
নব বধুর স্বামী
ভালোবাসায় আগলে রেখো
দেশটা অনেক দামি।
যোদ্ধে গেল স্বামী সন্তান
ফিরলোনাতো আর
দেশটা মোদের স্বাধীন হলো
কান্দে রাজাকার।
স্বাধীন দেশের মুক্ত আকাশ
উড়ছে স্বাধীন পতাকা
ঘরে ঘরে বিজয় মিছিল
হাতে সবার লাল সবুজের পতাকা।
স্বাধীনতায় ঘুন ধরেছে
পঞ্চাশ বছর পরে
পরাজিত শাবকরা আজ
সেই পতাকায় খামছে ধরেছে।
প্রতিশোধের নেশায় তারা
বদলাতে চায় ইতিহাস
রক্তে কিনা এই পতাকা
নয়তো ইহা পাতিহাঁস।
শকুনেরা খামছে ধরে
এটা নতুন কথা নয়
বিজয় দিবস থাকবে দেশে
হারাবেনা, থাকবে জগতময়।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24