ফারিছ আহমদ, হোসেনপুর প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ইটনায় মসজিদে তবারক বিতরণকে নিয়ে ঝগড়ার জেরে মো. ওহাব ভূঁইয়া (৪৫) নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।স্থানীয়রা জানান, শুক্রবার জুমার নামাজের পর মসজিদে তবারক বিতরণ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এসব পরিস্থিতি কে কেন্দ্র করে ভিকটিম কে সকালে রাস্তায় একা পেয়ে উপজেলার সদর ইউনিয়নের উদিয়ারপাড় খালপাড় হাঁটির দা-ওয়ালা গোষ্ঠীর লোকজন ভূঁইয়া গোষ্ঠীর মৃত আজগর আলীর ছেলে মো. ওহাব ভূঁইয়াকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে কিশোরগঞ্জ শহরের হাসপাতালে নিয়ে গেলে পরবর্তীতে চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ইটনা উপজেলা ক্যাম্প কমান্ডার ও ১৫ আর ই ব্যাটালিয়নের সদস্যরা ও পুলিশ সদস্যরা। ঘণ্টাখানেকের চেষ্টায় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় ঘটনাস্থলে সেনা সদস্যরা তল্লাশি চালিয়ে লাঠিসোঁটাসহ দুইজনকে আটক করেন।
সেনা সূত্রে জানা যায়, আইনি প্রক্রিয়া অনুসরণ করে আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24