মোঃ সাব্বির হোসেন – পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়ন এর ভাংরা গ্রাম নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষার দাবীতে আজ বিক্ষোভ ও বন্ধন করেন এলাকাবাসী। এর আগে ও এই সড়ক-টি আলোচনায় উঠে কিন্তু কোন সুরাহা হয়-নি! এটি বিশেষ করে ২-৩ উপজেলার যোগাযোগ এর অন্যতম মাধ্যম, প্রতিনিয়ত এই সড়ক থেকে দূর দূরান্তের লোক-জন যাতায়াত করে থাকেন। এ ছাড়াও এই সড়ক-টিতে বাস ট্রাক ও সহ সকল প্রকার জান বাহন এখান থেকে চলাচল করে। বিশেষ করে গলাচিপা এবং রাঙ্গাবালীর জনসাধারণ ও যানবাহন চলাচল এটার ওপর নির্ভরশীল। দৈনিক গলাচিপা থেকে জরুরি রোগী এবং রায়-প্রাপ্ত আসামি গাড়ি করে পটুয়াখালীর উদ্দেশ্যে নেয়া হয়, সেটার জন্য এই সড়ক-টি একমাত্র ব্যবহার হয়ে থাকে।
সরকারের কাছে এলাকাবাসীর একটাই দাবি এই সড়ক-টি যেন দ্রুত সংস্কার করা হয়, নয় যাতায়াত যানবাহন চলাচল বন্ধ হয়ে যাবে!
Leave a Reply