মোঃ মোরছালিন, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাট পৌরসভার লিজকৃত দোকানসমূহের ভাড়া কয়েকগুণ বৃদ্ধি করার প্রতিবাদে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন।রোববার (২০ এপ্রিল) সকালে শহরের রেলগেট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ব্যবসায়ীরা। পরে মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়, যেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন।
বিক্ষোভে অংশগ্রহণকারী ব্যবসায়ীরা বলেন, তারা দীর্ঘদিন ধরে পৌরসভার অধীনস্থ মার্কেটগুলোতে নিয়মিত ভাড়া পরিশোধ করে ব্যবসা পরিচালনা করে আসছেন। কিন্তু কোনো পূর্ব ঘোষণা ছাড়াই পৌর কর্তৃপক্ষ হঠাৎ করে কয়েকগুণ ভাড়া বৃদ্ধির নোটিশ দিয়েছেন।বক্তারা আরও জানান, এই অযৌক্তিক ভাড়া বৃদ্ধির ফলে তাদের ব্যবসায়িক কার্যক্রম হুমকির মুখে পড়েছে। তারা দাবি করেন, এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে ব্যবসায়ীদের সাথে আলোচনার মাধ্যমে যৌক্তিক সমাধানে পৌঁছাতে হবে।
সমাবেশে বক্তব্য দেন জয়পুরহাট পৌরসভার নিয়ন্ত্রণাধীন সকল মার্কেট ব্যবসায়ী সমিতির আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ বাবু, ওবায়দুর রহমান বাবু, উপদেষ্টা শাহজাহান আলী প্রমুখ।পরে ব্যবসায়ীদের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়, যাতে অবিলম্বে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানো হয়।
Leave a Reply