হাফিজুর রহমান, সাতক্ষীরা (কালিগঞ্জ):
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা বিশেষ ইউনিটের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে নির্বাচনী সাধারণ সমাবেশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাদ মাগরিব নলতা শ্রমিক কল্যাণ ফেডারেশন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নলতা বিশেষ ইউনিটের সভাপতি রফিকুল ইসলাম রেজা এবং পরিচালনা করেন বেলাল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নলতা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কাজী হাবিবুর রহমান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন:
– নলতা আহছানিয়া রেসিডেন্সিয়াল ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল মজিদ
– নলতা বিশেষ ইউনিটের দায়িত্বশীল মুজিবর রহমান
– শ্রমিক কল্যাণ ফেডারেশন নলতা ইউনিয়ন সেক্রেটারি সাইফুল ইসলাম
– প্রভাষক মামুন বিল্লাহ
– নলতা শরীফ প্রেসক্লাবের সভাপতি মীর জাহাঙ্গীর
– দৃষ্টিপাতের বিশেষ প্রতিনিধি রফিকুল ইসলাম
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক আবুল হোসাইন, সাংবাদিক লতিফুল ইসলাম, ডাক্তার জাহিদুল ইসলাম, গীতিকার ও সুরকার মইনুল ইসলাম, আবু সাঈদ, আবু ইসা প্রমুখ।
সভায় বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
Leave a Reply