ডেস্ক রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা চাপরতলা ইউনিয়নের চাপরতলা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত তাছলিমা বেগম উপজেলার চাপরতলা ইউনিয়নের চাপরতলা গ্রামের আহাদ মিয়ার মেয়ে। তার স্বামীর বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়ায়। নিহত তাছলিমা দুই শিশু সন্তানের জননী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিছু দিন আগে বাবার বাড়িতে বেড়াতে আসেন তাছলিমা। ঘটনার দিন উঠুনের উপর ঝুলন্ত তারে ভেজা কাপড় শুকাতে দিতে যান তাছলিমা। এমন সময় তারে থাকা বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চাতরতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফয়েজ উদ্দিন ভূইয়া বলেন, তাছলিমা বাবার বাড়িতে বেড়াতে আসছিলেন। কাপর শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। তার দুটি শিশু সন্তান রয়েছে।
নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24