সাইফুল ইসলাম -নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী কবিরহাট উপজেলায় ব্যতিক্রমিভাবে রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিশিষ্টজনদের নিয়ে একটি আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামের কবিরহাট শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত।
বুধবার (১৯ মার্চ) বিকেল ৫ ঘটিকার সময় উপজেলার কবিরহাট বাজারে অবস্থিত হ্যাভেন রেস্টুরেন্টে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার মাহফিলে উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইয়াছিনের সঞ্চালনায় উপজেলা জামায়াতের সভাপতি ফখরুল ইসলাম মিলনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমির নিজাম উদ্দিন ফারুক, জামায়াতের নোয়াখালী (কোম্পানীগঞ্জ-কবিরহাট-৫) আসনের এমপি প্রার্থী বেলায়েত হোসেন, পৌর বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, সদস্য সচিব বেলায়েত হোসেন খোকন, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি মেজবাহ উদ্দিন প্রমুখ।
সময় বক্তারা বলেন, বিগত সরকারের সময় আমরা এই কোন রাজনৈতিক অনুষ্ঠান করতে পারি নাই, আজ আমরা ঐক্য হয়েছি, আমাদের ঐক্য পাটল ধরলে স্বৈরাচার মাথা ছাড়া দিয়ে উঠব, এই উপজেলায় কোন চাঁদাবাজের ঠাঁই হবে না বাংলাদেশ জামায়াতে ইসলামি কবিরহাট শাখা ব্যতিক্রমভাবে ইফতার মাহফিলের মধ্য দিয়ে প্রমাণ করেছেন এই উপজেলার সবাই এক সুতায় গাঁথা। আজ সব দলের দুই তিনজন নেতা, ব্যবসায়ী, সাংবাদিক, স্কুলশিক্ষক, ছাত্র সমন্বয়ক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই ইফতার মাহফিলে এসে সবাই কৃতৃত্ববোধের পরিচয় দিয়েছে,
পরে দেশ ও মানুষ জাতির মঙ্গল কামনায়, কবির হাট উপজেলা জামায়াতের নায়েবে আমির হাফেজ মাওলানা মাহবুবুর রহমান দোয়া ও মোনাজাত করেন।
Leave a Reply