সন্দ্বীপ (চট্টগ্রাম )প্রতিনিধি:
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার গাছুয়া ইউনিয়নে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু ঘটেছে। নিহতের নাম জাহাঙ্গীর। গাছুয়া ৯ নং ওয়ার্ডের দৌওলার বাড়ির।
এই বিষয়ে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন পাওনা টাকা চাওয়ায় দুর্বৃত্তরা লাঠি দিয়ে জাহাঙ্গীরের মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সন্দ্বীপ উপজেলার গাছুয়ায় প্রকাশ্যে দিবালোকে খুনের ঘটনায় পুরো এলাকা থমথমে। সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমা বলেন “শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমরা সর্বোচ্চ সচেষ্ট রয়েছি। সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।”
এ ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের ধরতে পুলিশ সাড়াশী অভিযান চালাচ্ছে। নিহতের মরদেহ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
Leave a Reply