আবু নাসের মহিউদ্দিন,কুয়েত প্রতিনিধিঃ
১৭ ডিসেম্বর ২০২৪ তারিখে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, ওএসপি, এডব্লিউসি, পিএসসি কুয়েতের মাননীয় উপ-প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল-সাবাহ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনাকালে মান্যবর রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে কুয়েতে দক্ষ ও পেশাদার মানবসম্পদ, বিশেষ করে প্রকৌশলী, ডাক্তার, নার্স, ফিজিওথেরাপিস্ট এবং আইটি বিশেষজ্ঞদের পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশের বিশাল সম্ভাবনার কথা তুলে ধরেন। এই প্রচেষ্টায়, রাষ্ট্রদূত বাংলাদেশীদের ভিসা প্রদানের ক্ষেত্রে কুয়েতের ‘লা মানা’ প্রথা বাতিল করার জন্য শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল-সাবাহ-এর ব্যক্তিগত হস্তক্ষেপ কামনা করেন। রাষ্ট্রদূত আরো উল্লেখ করেন যে, বাংলাদেশ হতে দক্ষ ও পেশাদার মানবসম্পদ কুয়েতে প্রেরণ এবং দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের প্রসারের প্রধানতম প্রতিবন্ধকতা হচ্ছে এই ‘লা মানা’ প্রথা। জবাবে কুয়েতের উপ-প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী মান্যবর রাষ্ট্রদূতকে জানান যে, কুয়েতে বসবাসরত বিভিন্ন দেশীয় জনগোষ্ঠীর মধ্যে প্রবাসী বাংলাদেশিদের আইন ভাঙার হার অত্যন্ত বেশী। এমতাবস্থায়, তিনি কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা যাতে কুয়েতের আইন-কানুনের প্রতি কঠোর আনুগত্য বজায় রেখে সুশৃঙ্খল ভাবে জীবন-যাপন করে এই মর্মে তাদেরকে অবহিত করার জন্য মান্যবর রাষ্ট্রদূতকে অনুরোধ করেন।
কুয়েত এর মত বন্ধু রাষ্ট্র গুলো আমাদের জন্য ভীসা ব্যবস্থাপনা সহজ করতে চায়, কিন্তু আমাদের দেশের যারা কুয়েত অবস্থান করছে তাদের বেআইনি কার্যক্রম ধারাবাহিকতা বজায় থাকায় তা করা সম্ভব হয়নি।
Leave a Reply