ফারিছ আহমদ,স্টাফ রিপোর্টার:
হোসেনপুর পৌর এলাকায় যানজট নিরসনে পৌর প্রশাসনের উদ্যোগ।
কিশোরগঞ্জ সড়ক থেকে আগত যাত্রীবাহী অটোরিকশা হাসপাতাল মোড় অতিক্রম করে বাজারের ভিতরে প্রবেশ করতে পারবে না, পাকুন্দিয়া সড়ক থেকে আগত অটোরিকশা মোরগমহল বা হাসপাতাল মোড় অতিক্রম করতে পারবে না, উত্তর দিক থেকে আগত অটোরিকশাগুলো পৌরসভা সম্মুখে থেমে যাবে। মালবাহী অটোরিকশাগুলো ভিতরে প্রবেশ করবে। ছোট রিকসাগুলো ভিতরে চলাচল করবে কিন্তু রাস্তার উপর কোথাও দাড়িয়ে থাকতে পারবে না। মালবাহী ট্রাকগুলো দিনের বেলায় বাজারে প্রবেশ করতে পারবে না। রাত ৮টা থেকে সকাল ৬টা মধ্যে মালামাল উঠানো ও নামানোর কাজ সম্পন্ন করবে। যানবাহন নিয়ন্ত্রণ কাজ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কাজী নাহিদ ইভা মহোদয়, পৌর প্রশাসক জনাব ফরিদ আল সোহান মহোদয়, সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জনাব, পৌর নির্বাহী কর্মকর্তা জনাব এ কে এম হাবিবুল্লাহ, পৌর প্রকৌশলী জনাব মোঃ শেখ ফরিদ যানজট নিরসনে সবাইকে আন্তরিক সহযোগিতা করার অনুরোধ করেন।
Leave a Reply