মোঃ সিহাবুল আলম সম্রাটঃ
রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার বার্ষিক অর্থ উন্নয়ন কর্মসূচি (এ.ডি.পি) প্রকল্পের আওতায় দুর্গাপুর উপজেলা পরিষদের পক্ষ থেকে ৩৮৩ পিস জলাতঙ্কের র্যাবিস ভ্যাকসিন উপজেলা হাসপাতালে সরবরাহ করা হয়েছে।
২০ মার্চ ২০২৫ ইং বৃহস্পতিবার দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন হাসপাতাল কর্তৃপক্ষের নিকট জলাতঙ্ক ( র্যাবিস ভ্যাকসিন) হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডাঃ রুহুল আমিন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মেহেদী হাসান সোহাগ, উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী, উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মদ, নওপাড়া ইউপির প্যানেল চেয়ারম্যান আজাদ আলীসহ অন্যান্যরা।
জলাতঙ্ক ( র্যাবিস ভ্যাকসিন) দুর্গাপুর উপজেলাতে দীর্ঘদিন থেকে এই টিকার সরবরাহ না থাকায় বিপাকে পড়েছিলেন কুকুর, বিড়ালের আক্রমনের শিকার রোগীরা। অতিরিক্ত দামে ফার্মেসী থেকে সংগ্রহ করে সেবা নিতেন রোগীরা। তবে অসহায় দরিদ্র রোগীদের জন্য উপজেলা সমাজ সেবা অফিস থেকে “রোগী কল্যাণ তহবিল” থেকে আক্রান্ত রোগীদের সল্প সহযোগিতা প্রদান করা হচ্ছিল। সংকট নিরসনে ইউএনও সাবরিনা শারমিনের অন্তরিক্ষ প্রচেষ্টায় দীর্ঘদিন পরে হাসপাতাল থেকে র্যাবিস ভ্যাকসিন পাবেন রোগীরা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন জানান, এডিপি থেকে চাহিদার ভিত্তিতে চিকিৎসা খাতে ভ্যাকসিন প্রদান করা হয়েছে। মানুষের প্রয়োজন ও চাহিদা মোতাবেক পুনরায় এ ধরনের প্রকল্প নেয়া হবে।
Leave a Reply