হাবিবুল্লাহ বাহার , শ্যামনগর প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগরে পুলিশের বিশেষ অভিযানে পরিত্যক্ত একটি পুকুর থেকে ৩৬টি দেশীয় অস্ত্র (হাসুয়া) উদ্ধার করা হয়েছে।
রোববার (২০ এপ্রিল২০২৫) সকাল ১১টা ৩০ মিনিটের দিকে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির মোল্লার নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার নকিপুর গ্রামের মো. সাবের মিস্ত্রির বাড়ির পাশের একটি পুকুরে অভিযান চালায়। এ সময় প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় ওই অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
ওসি হুমায়ুন কবির মোল্লা বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। উদ্ধার করা অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় ছিল। এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি, তবে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে।
এ বিষয়ে তিনি আরও বলেন, জনসুরক্ষা নিশ্চিত করতে শ্যামনগর থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় এলাকায় অস্ত্র উদ্ধারের ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24