বিশেষ প্রতিনিধিঃ
খাগড়াছড়ি দীঘিনালায় সোমবার (২০ জানুয়ারি) বামাচরণ ত্রিপুরা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন ,খাগড়াছড়ি পার্বত্য অঞ্চলের শীতের তীব্রতা অনেক বেশি, এই শীতে যেন অসহায় প্রান্তিক জনগোষ্ঠীর কেউই কষ্টে না থাকে সেজন্য বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের পক্ষ থেকে অসহায় নিম্ন আয়ের মানুষের মাঝে এই মানবিক সহায়তা হিসেবে কম্বল বিতরণ করা হয়,এসময় উপস্থিত ছিলেন দীঘিনালা জোন অধিনায়ক লে: কর্নেল মো: ওমর ফারূক, পিএসসি, অনারারী লে: আ: মান্নান, সিনিয়ন ওয়ারেন্ট অফিসার মো:কামাল ।এই সময় দীঘিনালা জোনের অধিনায়ক বলেন বাংলাদেশ সেনাবাহিনী সব সময় দেশের মানুষের জন্য কাজ করছে, ভবিষ্যতেও করে যাবে, এমন মানবিক কাজ চলমান থাকবে বলে জানান তিনি ।
Leave a Reply