আশিক আল আমিন, ক্যাম্পাস প্রতিনিধি:
২১ তারিখ বুধবার নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের তিন শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তারা কলেজে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিলে পথিমধ্যে রিকশা দুর্ঘটনার শিকার হন। সাথে এক অজ্ঞাতনামা মহিলা এবং তার সঙ্গে থাকা দুই শিশু এই দুর্ঘটনায় শিকার হয়।
আহত শিক্ষার্থীরা হলেন—আব্দুর রহমান (বিজ্ঞান বিভাগ), আবদুর রহমান শান্ত (মানবিক বিভাগ) এবং সাদিয়া আফরিন (মানবিক বিভাগ)। তারা সবাই কবিরহাট সরকারি কলেজের ইন্টার ১ম বর্ষের শিক্ষার্থী এবং তারা বার্ষিক পরীক্ষা দিতে কলেজের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে একটিতে থাকা তিন শিক্ষার্থী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আব্দুর রহমানের চোখের নিচে আঘাত লাগে । আবদুর রহমান শান্তের ডান হাত এবং পায়ে আঘাত পান এবং সাদিয়া আফরিন মাথায় ও মুখে গুরুতর আঘাত পেয়েছেন।
কলেজের অধ্যক্ষ এবং শিক্ষকরা হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিয়েছেন এবং দ্রুত আরোগ্য কামনা করেছেন। শিক্ষার্থীদের পরিবার ও সহপাঠীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ ঘটনায় শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
Leave a Reply