সোহেল রানা:
নীলফামারীর ডোমারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত (২১ ফেব্রুয়ারি ) ১২টা ০১ মিনিটে শহীদ মিনারে উপজেলা প্রশাসন পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
এর পরে পুলিশ প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, স্বাস্থ্য বিভাগ, রাজনৈতিক ও সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। শেষে এক মিনিটি দাঁড়িয়ে নিরবতা পালন করে ভাষা শহীদদের প্রতি সন্মান জানানো হয়।
Leave a Reply