সোহেল রানা:
নীলফামারীর ডোমারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ শে ফেব্রুয়ারির ২য় প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ব্লাড ব্যাংক-জোড়াবাড়ীর সদস্যরা।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি ) সকাল ৭ টায় ১ মিনিটে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মিরজাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে স্বেচ্ছায় রক্তদান ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ব্লাড ব্যাংক-জোড়াবাড়ী সংগঠনের সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি সোহেল রানা সহ সংগঠনের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র ছাত্রী, সামাজিক ও রাজনৈতিক সংগঠন পক্স থেকে পুষ্পমাল অর্পণ করা হয়।
এসময় সভাপতি সোহেল রানা বলেন, আজ আমাদের মাতৃভাষা দিবসের ৭৩ বছর পুর্ন হলো যারা আমাদের বাংলা ভাষার জন্য জীবন দিয়েছে তাদের চেয়ে বড় স্বেচ্ছাসেবক আর কেউ হতে পারে না। গভীর শ্রদ্ধাভরে স্বরন করছি সেই সকল বীর ভাষা শহীদ কে, যাদের আত্তত্যাগের কারনে বাংলা ভাষা বিশ্বময় মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হয়েছে।
সোহেল রানা আরো বলেন, একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষার জন্য যারা জীবন উৎসর্গ করেছেন ফুলের শ্রদ্ধায় জাতি আজ তাদের স্বরণ করছে, ১৯৫২ সালের এ দিনে সালাম,রফিক,জব্বার,বরকতের বুকের রক্ত দিয়ে মায়ের ভাষা বাংলা কে রক্ষা করছিলেন, কোটি কোটি বাঙালির মনে আশা জাগিয়েছিন, স্বপ্নকে রাঙ্গিয়েছিলেন রক্তের অক্ষরে। তাদের এই জ্বালানো দীপশিখাই একাত্তরে অধিক উজ্জ্বল হয়ে রুপ নিয়েছিলো স্বাধীনতার। আজ বিশ্বের বুকে জন্ম হয় বাংলাদেশ নামে স্বাধীন ভূখণ্ডের। উল্লেখ্য ” রক্তবন্ধু সমাজকল্যাণ সংগঠন ” প্রতিষ্ঠা লগ্ন থেকেই সামাজিক ও মানবিক কার্যকর্মের পাশাপাশি জাতীয় সকল কর্মসূচি পালনের মাধ্যমে সর্ব মহলে ব্যাপকভাবে ও প্রশংসিত হচ্ছে।
Leave a Reply