মো: রনি, ধনবাড়ী টাঙ্গাইল প্রতিনিধি:
ইউনিয়ন পরিষদ বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছেন ধনবাড়ী উপজেলার সকল ইউপি সদস্যরা। সোমবার (২১ অক্টোবর) ধনবাড়ী উপজেলা কার্যালয়ের সামনে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) ধনবাড়ী উপজেলা শাখার আয়োজনে সকাল ১১ টায় ধনবাড়ী উপজেলা চত্বরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় ঐ মানববন্ধনে ধনবাড়ী উপজেলার ৭ টি ইউনিয়নের ইউপি সদস্যরা অংশ গ্রহণ করেন। পরে তারা অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার এর মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন।
এসময় বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) ধনবাড়ী উপজেলা শাখার , সদস্য সচিব মো: শামীম রেজা , বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) ধনবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক মো: মিজানুর রহমান ( মেম্বার ) এর নেতৃত্বে ধনবাড়ী উপজেলার সকল ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) ধনবাড়ী উপজেলা শাখার সদস্য সচিব মো: শামীম রেজা বলেন, আমরা এই সরকারের অংশিদার হতে চাই। আমরা কোনো রাজনৈতিক প্রতীক বা ব্যানারকে সামনে রেখে নির্বাচন করে বিজয় লাভ করিনি। আমরা ভোটারদের ভালোবাসা ও জনপ্রিয়তার কারণে এবং যোগ্যতার মাপকাঠিতে বিজয়ী হয়েছি। সেজন্য আমাদের ইউনিয়ন পরিষদ বিলুপ্তি না করার সরকারের কাছে অনুরোধ জানাই।
বাইসস এর ধনবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক মিজানুর রহমান মেম্বার বলেন, সকাল থেকে রাত, আমরা ইউপি সদস্যরা জনগনের সেবা দিয়ে থাকি। কিন্তু সম্প্রতি মিডিয়ার মাধ্যমে জানতে পারি ইউনিয়ন পরিষদ বিলুপ্তি ঘোষণা করা হবে। আমরা এই ঘোষণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই সরকারের প্রতি আমাদের আস্থা আছে। ইউনিয়ন পরিষদের সেবার কথা চিন্তা করে জনগনের দোর গড়ায় সেবা পৌছে দিতে আমাদের ইউনিয়ন পরিষদ বিলুপ্তি থেকে সরকারকে সরে আসতে অনুরোধ করছি।
এই বিষয়ে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো: মোস্তাফিজুর রহমান বলেন, ধনবাড়ী উপজেলার সকল ইউনিয়ন পরিষদের সদস্যদের একটি লিখিত স্মারকলিপি পেয়েছি। বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বথন কর্তৃপক্ষের কাছে অবগতির জন্য পাঠানো হবে।
Leave a Reply