মো. জাকির হোসেন, বিশেষ প্রতিনিধি টাঙ্গাইল:
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা কৃষক দলের সদস্য সচিব আলী আজম খান উথানকে অব্যাহতি দেয়া হয়েছে। বুধবার টাঙ্গাইল জেলা কৃষক দলের আহবায়ক দিপু হায়দার খান ও সদস্য সচিব শামীমুর রহমান খান স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে তাকে এ পদ থেকে অব্যাহতি দেয়া হয়। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাকে পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে প্রেসবিজ্ঞত্তিতে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে পদ থেকে অব্যাহতি পাওয়া নেতা আলী আজম খান উথান বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের যে অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন। শৃঙ্খলা ভঙ্গের কোন প্রমাণ যদি কেউ দিতে পারেন তবে কোন দিন আর রাজনীতি করবেন না বলে তিনি উল্লেখ করেন। টাঙ্গাইল জেলা কৃষক দলের আহবায়ক দিপু হায়দার খান বলেন, দলের পদ-পদবী ব্যবহার করে অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাকে উপজেলা কৃষক দলের সদস্য সচিব পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24