আশিক আল আমিন, ক্যাম্পাস প্রতিনিধি
তারিখ: ২১-০৪-২০২৫
নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজ ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটি ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। নবগঠিত কমিটির সভাপতি সাইফুল ইসলাম আকাশ ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শাহিনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে শিক্ষাজীবনে অনিয়ম এবং বর্তমানে কলেজে ছাত্রত্ব না থাকার অভিযোগ উঠেছে।
গত ২৩ মার্চ কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পরপরই ছাত্রদলের একটি অংশ একে “অবৈধ” ও “পকেট কমিটি” আখ্যা দিয়ে প্রতিবাদ সমাবেশ করে। ত্যাগী ও সিনিয়র নেতাকর্মীরা অভিযোগ করেন, ছাত্রত্বহীন ও বিতর্কিত ব্যক্তিদের দিয়ে গঠিত এ কমিটি ছাত্রদলের মূল আদর্শ ও নীতির সঙ্গে সাংঘর্ষিক।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সভাপতি সাইফুল ইসলাম আকাশ ২০২০ সালে এইচএসসি পাসের পর স্নাতকে ভর্তি না হয়ে দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিচ্ছিন্ন। অপরদিকে, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শাহিন ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তি হলেও বর্তমানে তিনি কলেজে অনিয়মিত এবং সক্রিয় শিক্ষার্থী হিসেবে নেই।
এর মধ্যে চলতি বছরের ১০ এপ্রিল এক এসএসসি পরীক্ষাকেন্দ্রে ছাত্রীদের কক্ষে প্রবেশ করে অসদাচরণ ও সহায়তার অভিযোগ ওঠে আকাশের বিরুদ্ধে। বিষয়টি কেন্দ্রীয় ছাত্রদলের নজরে আসায় তাকে শোকজ নোটিশও দেওয়া হয়।
অভিযোগের বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও আকাশ বা শাহিন কারও মন্তব্য পাওয়া যায়নি। তবে পরে সাধারণ সম্পাদক শাহিন স্বীকার করেন, সভাপতির বর্তমানে কলেজে ছাত্রত্ব নেই। নিজের ছাত্রত্বের প্রমাণ দেখাতেও তিনি ব্যর্থ হন।
এ বিষয়ে কবিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর হাফেজ মুহাম্মদ মাহবুবুর রহমান ওসমানী জানান, “আমাদের কলেজের তালিকায় সাইফুল ইসলাম আকাশ ও নুরুল ইসলাম শাহিন – দু’জনেরই বর্তমানে ছাত্রত্ব নেই।”
এদিকে, ছাত্রদলের একাধিক কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “এই কমিটি ছাত্রদলের কোনো নীতি মানে না। এতে এমনকি ছাত্রলীগপন্থী কয়েকজনকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা আগেও বলেছি, এখনও বলছি – এই অবৈধ কমিটি বাতিল করতে হবে।”
Leave a Reply