সোহেল রানা:
নীলফামারীর ডোমারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ শে ফেব্রুয়ারির ১ম প্রহরে ডোমার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা জাতীয়তাবাদী দল।
বৃহস্পতিবার দিবাগত রাত (২১ ফেব্রুয়ারি) রাত ১২ টায় ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ উপস্থিত ছিলেন-উপজেলা জাতীয়তাবাদী দলের সভাপতি মোঃ রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক, আখতারুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন, পৌর বিএনপির সভাপতি মোঃ আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোঃ মোজাফফর আলী প্রমুখ সহ ছাত্রদল,যুবদল,স্বেচ্ছাসেবক দল,মহিলা দল, শ্রমিক দল সহ সহযোগী সংগঠনের নেতা কর্মী বৃন্দ।
এর পরে রাজনৈতিক ও সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। শেষে এক মিনিটি দাঁড়িয়ে নিরবতা পালন করে ভাষা শহীদদের প্রতি সন্মান জানানো হয়।
Leave a Reply