আবু ইউসুফ সোহাগ- বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্কোয়াডে ডাক পেয়েছিলেন বাংলাদেশী বংশদ্ভূত, ইতালির সি রিয়া এ খেলা তরুণ প্রবাসী ফুটবলার ফাহামেদুল ইসলাম। সৌদি ক্যাম্পেও অংশ নিয়েছিন তিনি। কিন্তুু ভারতের বিপক্ষে বিশ্বকাপ বাঁচাই ম্যাচের জন্য ২৩ সদস্যের দল হয়নি, তাই সৌদি থেকেই ইতালিতে ফিরে যান। ফাহামেদুল কে দলে না রাখায়, রাগ ও খোবে ফেটে পড়েন সমর্থকেরা, বাংলাদেশ ফুটবল আলট্রাস, সেইভ বাংলাদেশ, বাংলাদেশ ফুটবল লাইভ সহ দেশের বিভিন্ন ক্লাব এবং দেশের সাপোর্টার কমিউনিটির সদস্যরা মানববন্ধন, বিক্ষোভ মিছিল, টিম হোটেলের সামনে অবস্থান করে স্লোগানে স্লোগানে প্রতিবাদ করেন সমর্থকেরা, পরে বাফুফে সভাপতির সাথে সাক্ষাৎ করে তাদের অভিযোগ তুলেন ধরেন।
২১ মার্চ ২৫ ইং শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তরুণ ফুটবলার ফাহামেদুল ইসলাম দেশবাসীর উদ্দেশ্য বলেন, ” বাংলাদেশের সকল মানুষের ভালোবাসা, সমর্থন এবং উৎসাহের জন্য সত্যিই কৃতজ্ঞ। আমার প্রতি আপনাদের অটল বিশ্বাস আমার পুরো যাত্রা জুড়ে অনেক কিছুরই মূল্য রেখেছে এবং যারা আমার পাশে দাঁড়িয়েছেন তাদের সকলের প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ। আমি বাংলাদেশ ফুটবল দলের হয়ে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত, এবার সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয়নি। তবে, আমি বিশ্বাস করি সবকিছুই একটি কারণে ঘটে এবং আমার যাত্রা এখনও শেষ হয়নি। ইনশাআল্লাহ, যদি সর্বশক্তিমান আল্লাহ ইচ্ছা করেন, একদিন আমি সবুজ এবং লাল জার্সি পরে মাঠে নামব, এবং দেশ এবং দেশের আবেগপ্রবণ ভক্তদের জন্য আমার সর্বস্ব উজার করে খেলবো। ততক্ষণ পর্যন্ত, আমি সেই স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টা চালিয়ে যাবো।
Leave a Reply