নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি:
২০২৩সালের জাতীয় পর্যায়ে বাংলাদেশ স্কাউটস্ এর সর্বোচ্চ সম্মাননা
প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড পেলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ৭জন শিক্ষার্থী।শিক্ষার্থীদের মধ্যে নাসিরনগর উপজেলার চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন ভলাকুট ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৬জন ও নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের ১জন শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২০মার্চ) বিকালে এ বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ স্কাউট নাসিরনগর উপজেলার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন।
প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন ভলাকুট ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ইমিলি মল্লিক,সাবরিনা গনি,মৌমিতা মজুমদার, পূজা দাস,আঞ্জুমান আক্তার হিমু ও আরাধ্য দাস অদ্রি।আর অন্যদিকে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের একমাত্র শিক্ষার্থী হলেন একেএম সামিনুল ইসলাম নাফিস।
জানা যায়,২০২৫সালের ৩০জানুয়ারি থেকে ১ফেব্রুয়ারি গাজীপুর মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয় জাতীয় পর্যায়ের প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড প্রার্থীদের মূল্যায়ন ক্যাম্প। যেখানে প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড পরীক্ষায় জাতীয় পর্যায়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ স্কাউটরা অংশগ্রহণ করে। এছাড়া দীর্ঘমেয়াদি প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে জেলা, অঞ্চল ও জাতীয় পর্যায়ে লিখিত, মৌখিক, ব্যবহারিক ও সাঁতার পরীক্ষা দিয়ে এই সর্বোচ্চ অ্যাওয়ার্ড অর্জন করতে হয়।
ভলাকুট ক্ষেত্রনাথ উচ্চ বিদ্যালয়ের স্কাউটের ইউনিট লিডার খান মোঃ জহিরুল ইসলাম বলেন,শিক্ষার্থীদের এ সাফল্য আমাদের প্রতিষ্ঠানের সুনাম বয়ে এনেছে।শিক্ষার্থীদের অভিনন্দনের পাশাপাশি আমাদেরকে সার্বিক সহযোগিতা ও দিক-নির্দেশনা দেওয়ার জন্য আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান গিলমান স্যার ও অন্যান্য শিক্ষকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24