মুসলিম হক বিরল
বিরলে মহান ২১ ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়েছে।
একুশের প্রথম প্রহরে ১২.০১ মিনিটে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইশতিয়াক আহমেদ এর নেতৃত্বে উপজেলা প্রশাসন শ্রদ্ধাঞ্জলি অর্পনের পর পর্যায়ক্রমে পৌর প্রশাসক ইশতিয়াক আহমেদ এর নেতৃত্বে বিরল পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ এর আহ্বায়ক ইশতিয়াক আহমেদ এর নেতৃত্বে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি হারুনুর রশিদ ও রেজওয়ান পারভেজসহ অন্যান্য ছাত্র প্রতিনিধিদের নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর এর নেতৃত্বে পুলিশ প্রশাসন, স্টেশন অফিসার আজিজুর রহমান এর নেতৃত্বে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিরল স্টেশন, সভাপতি আতিউর রহমান ও সাধারণ সম্পাদক তাজুল ইসলাম এর নেতৃত্বে বিরল প্রেস ক্লাব, অধ্যক্ষ অধ্যাপক রফিকুল ইসলাম এর নেতৃত্বে বিরল সরকারি কলেজ, উপজেলা বিএনপি’র সভাপতি বাবুল হোসেন ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ এর নেতৃত্বে উপজেলা বিএনপি, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আ ন ম বজলুর রশিদ কালু ও পৌর বিএনপি’র সভাপতি লিয়াকত আলী এর নেতৃত্বে পৌর বিএনপি, আহ্বায়ক মোস্তাফিজুর রহমান আক্কারুল এর নেতৃত্বে আলোর দিশারী, এ জি এম আব্দুল লতিফ এর নেতৃত্বে পল্লী বিদ্যুৎ সমিতি বিরল জোনাল অফিস, সাব রেজিস্ট্রার শফি আকরামুজ্জামান এর নেতৃত্বে সাব রেজিস্ট্রার অফিস, প্যানেল চেয়ারম্যান ফারুক হোসেন ও প্রশাসনিক কর্মকর্তা মোস্তফা জামান এর নেতৃত্বে ৫ নং বিরল ইউনিয়ন পরিষদ, সভাপতি মোমিনুর ইসলাম ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন এর নেতৃত্বে দলিল লেখক সমিতি, আহ্বায়ক মঞ্জুর রহমান মহবুর এর নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তুহারা দল, সভাপতি বেলাল হোসেন এর নেতৃত্বে জাতীয়তাবাদী কৃষক দল, আহ্বায়ক লুৎফর রহমান এর নেতৃত্বে উপজেলা তাঁতীদল, আহ্বায়ক সাহের আলী এর নেতৃত্বে হকার্স কল্যাণ ইউনিয়ন, উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের জনসংগঠন ও কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ)সহ বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন পৃথক পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পন করে।
ভাষা আন্দোলনের বীর শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে শ্রদ্ধাঞ্জলি অর্পনের পর ১ মিনিট নীরবতা পালন শেষে মুনাজাত করা হয়।
Leave a Reply