প্রসেনজিৎ চন্দ্র শর্মা দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুর বীরগঞ্জে স্ত্রীর সাথে খোলা তালাক হওয়ায় ১০ লিটার দুধের মধ্যে সোনা রুপা দুবা ঘাস দিয়ে গোসল করেছেন এক যুবক।
আজ ২১ এপ্রিল সোমবার বেলা সাড়ে তিনটায় দিকে বীরগঞ্জ উপজেলা সদর পৌরসভার ৪নং ওয়ার্ডের সুইচ গেটে এলাকায় এ ঘটনা ঘটে।
ওই যুবকের নাম মো: সোহাগ ইসলাম। তিনি পৌরসভার ৪নং ওয়ার্ডের সুইচ গেটে গ্রামের আব্দুর রহিমের ছেলে। ওই বিকেলে নিজ বাড়িতে স্বজন ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ১০ লিটার দুধে দুর্বা ঘাস এর স্বর্ণ রূপ ডুবিয়ে গোসল করেন তিনি
এলাকাবাসী সূত্রে জানা যায়, স্বামী -স্ত্রীর মধ্যে দীর্ঘদের দাম্পত্যের কলহ হওয়ার কারণে প্রায় বছরের সংসার থেকে মুক্তি পেয়েছেন ওই যুবক। দুধ দিয়ে গোসলের বিষয়টি মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা।
জানা গেছে, ২ বছর আগে সোহাগের সঙ্গে এক মেয়ের বিবাহ হয়। দাম্পত্যজীবনে তাঁদের কোনো সন্তান সন্তানাদি নেই। সোহাগের অভিযোগ, দাম্পত্য জীবনে আমাদের দু’জনের মধ্যে মিল ছিল না। তাই তালাকের পর খুশি হয়ে স্ত্রীর পাপ মোচন করতে দুধ দিয়ে গোসল করেছি।
01309455466
Leave a Reply