মঞ্জুরুল ইসলাম লংগদু, রাঙামাটি প্রতিনিধিঃ
আমার ভাইয়ের রক্তে লেখা একুশ আমার অহংকার ২১-শে ফ্রেবুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল।
২১ ফেব্রুয়ারী শুক্রবার বিকাল চার ঘটিকায় রাঙামাটি লংগদু উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বাইট্টা পাড়া বাজার প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীনের সভাপতিত্বে ও উপজেলা বায়তুলমাল সম্পাদক মোঃ ওছমান গণির সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন, এসিসট্যান্ট সেক্রেটারি তাজ মাহমুদ, লংগদু উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মোঃ মঞ্জুরুল হক, মাইনীমুখ ইসলামীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ফেরদৌস আলম, লংগদু সদর ইউনিয়ন নায়েবে আমীর মোঃ আবুবকর সহ উপস্থিত ছিলেন আরও অন্যান্য নেতৃবৃন্দরাও।
এ সময় উপজেলা জামায়াতে ইসলামী আমির বলেন, ‘৫২-এর ভাষা শহীদদের পরিবারকে পরিপূর্ণ সম্মান দিতে ব্যর্থ হয়েছে রাষ্ট্র। এসব শহীদদের নিয়ে রাজনীতি করা হলেও তাদের পরিবারকে মূল্যায়ন করা হয়নি। বিগত দিনে যারা ক্ষমতায় ছিল এ দায় তাদের। একাত্তরে যারা শহীদ হয়েছে ১৬ ডিসেম্বর ও ২৬ মার্চ এই জাতি মোটামুটি তাদের স্মরণ করে, কতটা মর্যাদা দিতে পারে, তা আলোচনার বিষয়। অনুরূপভাবে যারা ভাষা আন্দোলনের জন্য জীবন দিয়েছেন অন্তত একুশে ফেব্রুয়ারি সেই দিনটির কথা স্মরণ করে তাদের পরিবারকে যথাযথ সম্মান আর মর্যাদা দেয়ার আহবান জানান। তাহলে তারা কিছুটা হলেও প্রশান্তি পাবেন। আর বর্তমান প্রজন্ম এখান থেকে শিক্ষা নেবে।
পরিশেষে ৫২ এর ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মুনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।
Leave a Reply