আব্বাস উদ্দিন:
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় ‘মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫’ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি অতিবাহিত হয়। এই উপলক্ষ্যে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ ও সহযোগি সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, এনজিও প্রতিনিধি পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সূর্যোদয়ের সাথে সাথে সরকারি বেসরকারি ও স্বায়ত্বশাসিত সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করা হয়। সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে ইউএনও মো. মোশারফ হোসাইনের উপস্থিতিতে সরকারি কর্মকর্তা ও নানা শ্রেণি পেশার মানুষের অংশ গ্রহণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এর আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনায় মসজিদ মন্দির ও গির্জায় প্রার্থনা করা হয়েছে।
Leave a Reply