
মোঃ ইস্রাফিল হোসেন – স্টাফ রিপোর্টার:
যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন আগামী সংসদ নির্বাচনে যশোর -২ আসনে জামায়াত ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ।
২০ আগস্ট (বুধবার) বিকাল ৫ টায় ঝিকরগাছা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দৈনিক সংগ্রাম ঝিকরগাছা প্রতিনিধি এ্যাড. আবিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ, সংসদ প্রার্থী যশোর ২ (ঝিকরগাছা -চৌগাছা) ।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ বলেন – “সুশাসন প্রতিষ্ঠা, ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গঠন ও কর্মসংস্থান বৃদ্ধি আমার অঙ্গীকার।” এসময় তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং ঝিকরগাছার সার্বিক উন্নয়নে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন।
বেকারত্ব দূরী করণে করণীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করবেন বলে জানিয়েছেন জমিয়তের এই নেতা। ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা গঠনের চেষ্টাও করবেন তিনি।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, জনগণের কল্যাণ ও উন্নয়নই তার রাজনীতির মূল লক্ষ্য। মতবিনিময় সভায় অংশগ্রহণ ও আয়োজনে সহায়তার জন্য ঝিকরগাছা প্রেসক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রেসক্লাব সভাপতি মোঃ রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন – অধ্যাপক জয়নাল আবেদীন, জেলা কর্মপরিষদ সদস্য। মাওলানা আব্দুল আলিম, আমির ঝিকরগাছা উপজেলা জামায়াত ইসলামি। অধ্যাপক হারুন আর রশীদ। অধ্যাপক মশিউর রহমান সহ ঝিকরগাছা উপজেলার সর্বস্তরের গণমাধ্যম কর্মী।
Leave a Reply