আমতলী (বরগুনা) প্রতিনিধি
হারিয়ে যাওয়ার ২০ ঘন্টা পরে বিড়ালের মালিক সানাউল্লাহ তার পার্সিয়ান জাতের পোষা বিড়ালটি ফিরে পেয়েছেন। বরিবার সকাল ৯ টার দিকে বিড়ালটি তার মালিকের কাছে ফেরত দিয়েছেন এক ব্যাক্তি। মা বিড়াল পেয়ে মহাখুশি ছানাগুলো, মালিক ও প্রতিবেশীরা।মা বিড়াল হারিয়ে যাওয়ার খবর শুনে ওই বাড়ীতে বিড়াল ছানাগুলো দেখতে শত শত মানুষ দেখতে আসেন।
জানাগেছে, আমতলী পৌরসভার সবুজবাগ এলাকার বাসিন্দা সানাউল্লাহ গত দের বছর আগে পার্সিয়ান জাতের একটি সাদা বিড়াল পুষতে আনেন। বিড়ালটি যত্নসহকারেই তিনি লালন পালন করছেন। গত ২০ দিন আগে বিড়ালটি সাতটি বাচ্চা প্রসব করে। পরম আদরে মা বিড়ালটি ছানাগুলোকে দেখভাল করছে। শনিবার দেরটার দিকে বিড়ালের মালিকের প্রতিবেশী শাহারিয়ার নামক এক বাসিন্দার ঘরে যায়। ওই স্থান থেকে বিড়ালটি হাড়িয়ে যায়। এরপর দিন গড়িয়ে রাত পেরিযে গেলেও বিড়ালটি বাসায় ফিরছিল না। বিড়ালটি না পেয়ে রাত নয়টার দিকে মালিক সানাউল্লাহ আমতলী পৌর শহরের মাইকিং করেন।এদিকে মা বিড়াল বাসায় না যাওয়ায় ছানাগুলো কান্নাকাটি করছে। বিড়াল ছানায় যন্ত্রনায় অতিষ্ট হয়ে পরে মালিক সানাউল্লাহ ও তার পরিবার। রবিবার বেলা ৯ টার দিকে মা বিড়ালটির সন্ধান পান। পরে পৌর শহরের বটতলা এলাকার এক ব্যাক্তি বিড়ালটি তার বাসায় নিয়ে আসেন। মা বিড়ালকে কাছে পেয়ে ছানাগুলো আনন্দিত। শেষ খবর পাওয়া পর্যন্ত ছানাগুলো সুস্থ্য আছে।
এইচএম রাসেল বলেন, ছানাগুলো দেখতে খুবই সুন্দর। এমন জাতের বিড়াল আমতলীতে আর নেই। মা বিড়াল ও ছানাগুলো দেখতে এসেছি।
বিড়ালের মালিক মোঃ সানাউল্লাহ বলেন, পার্সিয়ান প্রজাতির সাদা পোষা বিড়ালটি ২০ দিন আগে সাতটি বাচ্চা দেয়। শনিবার দুপুরের দিকে বিড়ালটি ঘর থেকে বের হয়ে যায়। ছোট-ছোট সাতটি বাচ্চা রেখে দীর্ঘ সময় পাড় হয়ে রাতেও বিড়ালটি বাড়িতে ফিরে না আসায়, মনে হচ্ছে কেউ আটকে রাখতে পারে। আর ওই কারণেই বিড়ালটির সন্ধ্যান পেতে মাইকিং করেছি। তিনি আরো বলেন, রবিবার সকাল ৯ টার দিকে বিড়ালটি পৌর শহরের বটতলা এলাকার এক ব্যাক্তি বাসায় দিয়ে গেছেন। মা বিড়ালকে পেয়ে ছানাগুলো আনন্দিত।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24