মোঃমোরছালিন, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF) জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে বৃহৎ পরিসরে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) জয়পুরহাট শহরের উল্লাস কমিউনিটি সেন্টারে আয়োজিত এ ইফতার মাহফিলে জেলার প্রায় ৫০০ ব্যবসায়ী অংশগ্রহণ করেন।
জেলা সভাপতি হাসিবুল আলম লিটন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আইবিডব্লিউএফ এর প্রধান উপদেষ্টা
ডা. ফজলুর রহমান সাইদ, প্রধান আলোচক হিসেবে ছিলেন আইবিডব্লিউএফ বগুড়া জোন সভাপতি সেলিম রেজা, ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি)এর কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক প্রোকৌশলী আব্দুল বাতেন, জয়পুরহাট জজ কোর্টের এডিশনাল পিপি এডভোকেট মামুনুর রশিদ, পদ্মা ফিড এন্ড চিকস ও মন্ডল এগ্রোর ম্যানেজিং ডিরেক্টর রাশেদুজ্জামান রাশেদ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি জয়পুরহাট শাখার ব্যবস্হাপক হাবিবুর রহমান, পাঁচবিবি শাখার ব্যবস্হাপক সামিউল আলিম, আল আরাফাহ ব্যাংক পিএলসি এর শাখা ব্যবস্হাপক মৌসুদুর রহমান সহ আরো অনেকে।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সততা ও নৈতিকতা বজায় রেখে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসায়ীদের কল্যাণে কাজ করতে IBWF অঙ্গীকারবদ্ধ।
তারা আরও বলেন, সংগঠনের মূল লক্ষ্য হলো উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য একটি স্বচ্ছ, ন্যায্য এবং সহায়ক পরিবেশ তৈরি করা।অনুষ্ঠানের শেষ পর্যায়ে দোয়া ও মোনাজাত পরিচালিত হয়, যেখানে ব্যবসায়ী সমাজের কল্যাণ ও দেশের অর্থনৈতিক সমৃদ্ধি কামনা করা হয়।
ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF) দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের কল্যাণে কাজ করা একটি সংগঠন। এটি ব্যবসায়ী সম্প্রদায়ের উন্নয়ন, নৈতিক ব্যবসার প্রসার এবং উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
Leave a Reply